নেহরুর নাম মুছে পার্ক মুখ্যমন্ত্রীর ছেলের নামে

Must read

প্রতিবেদন : দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর (Nehru Park- Madhya Pradesh) নাম মুছে মুখ্যমন্ত্রীর ছেলের নামে পার্ক। চাঞ্চল্যকর এই ঘটনা মধ্যপ্রদেশে। বিজেপি শাসিত এই রাজ্যে জওহরলাল নেহরুর নামে একটি পার্ক গড়ে তোলা হয়েছিল বহু বছর আগে। কিন্তু হঠাৎই কয়েকদিন আগে সেই পার্কের নামকরণ করা হয়েছে কার্তিকেয় সিং চৌহান উদ্যান নামে। কার্তিকেয় হলেন মধ্যপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বড় ছেলে। আর একটি পার্কের নাম রাখা হয়েছে কুণাল সিং চৌহান উদ্যান। কুণালের নামে রাখা পার্কটি পরিচিত ছিল এলাকার নামেই। শিবরাজের ছোট ছেলে হলেন কুণাল। দুটি পার্কের কোনওটাই নতুন নয়। মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র বুধনীতে পার্কের (Nehru Park- Madhya Pradesh) নাম বদলের এই ঘটনা ঘটেছে। বিজেপি প্রশাসনের এই নির্লজ্জ আচরণের নিন্দায় সরব হয়েছে রাজ্যবাসী। সকলেই বলেছেন, বিজেপি এভাবে নেহরুর নাম মুছে ফেলতে পারবে না। এই সিদ্ধান্ত অত্যন্ত নিন্দনীয়। উল্লেখ্য, দু’দিন আগেই দিল্লিতে নেহরু মিউজিয়াম ও লাইব্রেরি থেকে প্রথম প্রধানমন্ত্রীর নাম বাদ দিয়েছে নরেন্দ্র মোদি সরকার।

আরও পড়ুন- গুজরাত দাঙ্গা: বিতর্ক ৩৫ অভিযুক্তের মুক্তিতে

তবে বিজেপি নেতারা ভাঙবেন তবু মচকাবেন না। বিজেপি নেতাদের পাল্টা যুক্তি, এটা এলাকাবাসীর প্রত্যাশার স্বীকৃতি। মানুষ চাইলে দল, সরকার বা পুরসভা কী করবে! যদিও বিজেপির এই ছেঁদো যুক্তি কেউই মানতে রাজি নন। রাজ্যবাসীর সাফ কথা, বিজেপি প্রশাসনের এই সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। এভাবে কেউ নিজের নাম স্মরণীয় করতে পারে না। নাম স্মরণীয় করতে হলে কাজ করতে হয়। বিজেপি জমানায় রাস্তা, গ্রাম-শহর-জেলা-প্রতিষ্ঠান ইত্যাদির নাম বদল চালু কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে। এতদিন নতুন নাম হিসাবে প্রাধান্য পাচ্ছিল হিন্দুত্ববাদী, জাতীয়তাবাদী নেতাদের নাম। মধ্যপ্রদেশে সেই তালিকায় ঢুকে পড়েছেন রাজ্যের চারবারের মুখ্যমন্ত্রীর দুই পুত্র।

Latest article