প্রতিবেদন: আদালতের নির্দেশে গ্রুপ ডি-র বহু কর্মীর চাকরি গিয়েছে। এজন্য মাধ্যমিক পরীক্ষা পরিস্থিতি সামাল দিতে পাশ্ববর্তী স্কুলের গ্রুপ ডি-র কর্মীদের নেওয়া হবে। এই মর্মে ২৩টি জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের চিঠি দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। গত বুধবার বেশি রাত পর্যন্ত এই বৈঠক হয়। চিঠিতে বলা হয়েছে সাম্প্রতিক সময় হাইকোর্টের নির্দেশে ১৯১১ জন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল হয়েছে।
আরও পড়ুন-ভেষজ আবির তৈরিতে পুরুলিয়ায় নতুন প্রকল্প
তার প্রভাব পড়ছে মাধ্যমিক পরীক্ষাতেও। কোন কোন পরীক্ষা কেন্দ্রে গ্রুপ-ডি কর্মীর অভাব রয়েছে, তার তালিকা তৈরি করে জেলা বিদ্যালয় স্কুল পরিদর্শকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে অবিলম্বে এই সমস্যার সমাধান করা হয়। এই প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, নিয়ম অনুযায়ী অন্য স্কুল থেকে গ্রুপ ডি কর্মীদের জরুরি ভিত্তিতে আনার নির্দেশে দেওয়া হয়েছে। খুব সুষ্ঠুভাবে যাতে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হয় তারই ব্যবস্থা নিচ্ছে পর্ষদ। পরীক্ষা শুরুর দু’একদিন আগে এই বিষয়ে একটি সাংবাদিক বৈঠকও করা হবে। পরীক্ষার্থী এবং তাঁদের অবিভাবকদের কথা ভেবে পর্ষদ অঞ্চলভিত্তিক টেলিফোন নম্বর প্রকাশ করেছে। যেখানে সমস্যা হলে সহজেই সমাধান হয়ে যাবে।