নিয়োগে নতুন নিয়ম আনছে এসএসসি

এজন্য এখন থেকেই ভাবনাচিন্তা চলছে নতুন নিয়মে নিয়োগের প্রদ্ধতি। হাইকোর্ট নিয়োগ নিয়ে বিভিন্ন ভাবে এসএসসির সমালোচনা করেছে।

Must read

প্রতিবেদন : নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। চলতি বছরেই নতুন এই নিয়মাবলি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তিনি জানিয়েছেন, ইন্টারভিউ এবং কাউন্সেলিং প্রক্রিয়া ফেরানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন-মাধ্যমিক সামাল দিতে নেওয়া হবে পার্শ্ববর্তী স্কুলের কর্মীদের, সংকটে পড়লেই ফোন করুন

কমিশনের পক্ষ থেকে রাজ্য সরকারের কিছু প্রস্তাব পাঠানো হয়েছে। সেগুলি নিয়ে এখন আলোচনা চলছে। সবকিছু চূড়ান্ত হলেই, নতুন রুল বা নিয়মবিধি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সিদ্ধার্থবাবু। তিনি বলেন, প্রথমে নবম-শ্রেণির এবং পরে একাদশ-দ্বাদশের জন্য নিয়মাবলি প্রকাশ করবে কমিশন। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ২০১৬ সালে কিছু নিয়মের পরিবর্তন করা হয়েছিল। এরপর ২০১৯-’২০তে সেই নিয়মে কিছু সংশোধন করা হয়। ২০২০ সালের আগের নিয়ম অনুযায়ী,  ইন্টারভিউয়ের জন্য ১০ নম্বর বরাদ্দ থাকত। এরপর সফল প্রার্থীদের স্কুল বাছাইয়ের জন্য কাউন্সেলিংয়ে ডাকা হত। এসএসসি চায় নিয়োগ নিয়ে স্বচ্ছতা।

আরও পড়ুন-ভেষজ আবির তৈরিতে পুরুলিয়ায় নতুন প্রকল্প

এজন্য এখন থেকেই ভাবনাচিন্তা চলছে নতুন নিয়মে নিয়োগের প্রদ্ধতি। হাইকোর্ট নিয়োগ নিয়ে বিভিন্ন ভাবে এসএসসির সমালোচনা করেছে। তাই আদালতের পর্যবেক্ষণকেও নতুন নিয়মাবলির ক্ষেত্রেও গুরুত্ব দেবে এসএসসি। যদিও এসব নিয়ে এসএসসির তরফে সরকারিভাবে এখনও কিছু বলা হয়নি। নতুন নিয়োগ-নিয়মাবলি নিয়ে সবটাই এখন প্রাথমিক স্তরে রয়েছে।

Latest article