শ্রীলঙ্কার পর এবার ভারতের আর এক প্রতিবেশী নেপাল। তীব্র অর্থনৈতিক সঙ্কটে (Nepal Economy Crisis) ধুঁকছে হিমালয়ের কোলের দেশটি। অবস্থা এমনই যে খরচ কমানোর জন্য নানা ব্যবস্থা নিতে হতে হচ্ছে সরকারকে। আনুষ্ঠানিকভাবে নির্দেশিকা জারি হয়েছে, দেশে সাপ্তাহিক ছুটি একদিনের বদলে বেড়ে হচ্ছে দু’দিন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার থেকে রবিবারও ছুটি থাকবে। এতদিন পর্যন্ত নেপালে ছুটির দিন ছিল কেবলমাত্র শনিবার। নেপাল (Nepal Economy Crisis) সরকারের মুখপাত্র জ্ঞানেন্দ্র বাহাদুর কারকি জানিয়েছেন, সপ্তাহের শুরুতে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে রবিবারও সরকারি ছুটির দিন হিসেবে নির্ধারণ করা হয়েছে। ফলে সব প্রতিষ্ঠান, অফিস বন্ধ থাকবে। অর্থনীতিবিদদের অভিমত, ছুটি বাড়িয়ে বিদ্যুৎ থেকে শুরু করে আরও নানা আনুষঙ্গিক খরচ বাঁচানোর মরিয়া চেষ্টা করছে সরকার। যদিও তাতে সমস্যা আদৌ কাটবে না বলেই তাঁদের ধারণা। কারণ, শ্রীলঙ্কার মতোই নেপালের বিদেশি মুদ্রার মজুত তহবিলও তলানিতে এসে ঠেকেছে।