ফের আফগানিস্তানে জঙ্গি হামলায় মৃত কমপক্ষে ৯

Must read

ফের আফগানিস্তানে (Afghanistan) জঙ্গি হামলায় প্রাণ গেল কমপক্ষে ৯ নাগরিকের। সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার দু’টি পৃথক বিস্ফোরণে উড়ে যায় দু’টি মিনিবাস। হত ৯, আহত ১৩। দু’টি ঘটনাই মাজার-ই-শরিফ এলাকার। সপ্তাহখানেক আগে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় এই শহরের একটি শিয়া মসজিদে রক্তক্ষয়ী বিস্ফোরণ ও প্রাণহানির ঘটনা ঘটেছিল। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত অগাস্টে তালিবানদের (Taliban) হাতে ক্ষমতা চলে আসার পর সার্বিকভাবে আফগানিস্তানে জনসাধারণের উপর জঙ্গি হামলার সংখ্যা কমেছে। যদিও ইসলামিক স্টেট বা আইএস জঙ্গিরা শিয়া জনগোষ্ঠীকে চাঁদমারি করে নাগাড়ে হামলা চালাচ্ছে। কারণ, শিয়াদের ধর্মদ্রোহী বলে মনে করে আইএস।

আরও পড়ুন: গুতেরেসের সফরের মাঝেই হামলা, কিয়েভে আছড়ে রুশ মিসাইল

আফগানিস্তানের (Afghanistan) বালখ প্রদেশের পুলিশ আধিকারিক আসিফ ওয়াজিরি এএফপিকে বলেন, মাজার-ই-শরিফের জোড়া বিস্ফোরণে হতাহতরা সকলেই সাধারণ নাগরিক। তাঁরা বাসে চেপে ইফতারের জন্য বাড়ি যাচ্ছিলেন।

Latest article