আজ আগরতলার স্থানীয় কার্যালয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নেতাজি জন্মজয়ন্তী পালিত হয়।এদিন সকাল ন’টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য কনভেনার সুবল ভৌমিক।এদিনের এই নিঃশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শতাধিক মানুষ। অনুষ্ঠানের পরে তাদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এরপর,মহারাজগঞ্জ বাজারস্থিত নেতাজির মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য প্রদান করে তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ।
আরও পড়ুন-আজাদ হিন্দ ফৌজ, ধর্মনিরপেক্ষতা ও জাতীয় সংহতি
সুবল ভৌমিক তাঁর ভাষণে স্মরণ করিয়ে দেন আজকের ভারত নামক রাষ্ট্র গঠনে নেতাজির অবদানের কথা।নেতাজিকে নিয়ে বিজেপি ও বামপন্থীদের ভণ্ডামির কথা উঠে আসে তাঁর বক্তব্যে।কেন্দ্রের বর্তমান শাসক দল ধর্ম ও জাতপাতের নামে দেশকে যে ভাবে ভাগ করে দিচ্ছে তা নেতাজির স্বপ্নের ভারত নয়।নেতাজির অন্তরধান রহস্য উদঘাটনের বিষয়ে পূর্বতন সরকারের মতো এরাও চুপ।দেশের নানা জায়গায় অবহেলায় পরে আছে নেতাজির নানা স্মারক।নেতাজির আদর্শকে কীভাবে জনগনের মন থেকে মুছে দেওয়া যায় এ নিয়েই সচেষ্ট তারা।বরং নেতাজিকে ব্যবহার করে কীভাবে ভোটে জেতা যায় এটা নিয়েই ব্যস্ত তারা।নেতাজিকে তোজোর কুকুর বলা বামপন্থীরাও ভোটের স্বার্থে নেতাজিকে বন্দনা করছে এখন!সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যে নেতাজির নির্দেশিত পথেই চলছে একথাও উঠে আসে সুবলবাবুর ভাষণে।
আরও পড়ুন-বিটিং দ্য রিট্রিট: এবার বাদ গান্ধীজির প্রিয় গান!
অনুষ্ঠানের শেষে যুব ও মহিলা তৃণমূল কংগ্রেস গোলবাজারের ব্যাবসায়ী ও স্থানীয় জনগণের মধ্যে মাস্ক স্যানিটাইজার বিতরণ করে করোনা প্রতিরোধের জন্য।আগরতলা ছাড়া এদিন রাজ্যের সব জেলা ও ব্লক কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় নেতাজি জন্মজয়ন্তী পালিত হয়।