হামাস জঙ্গিরা যেখানেই থাকুক না কেন তাদের খুঁজে বার করে নিকেশ করতে হবে। গোয়েন্দা সংস্থা মোসাদকে এমনই নির্দেশ দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। প্রায় ৪৫ দিন ধরে চলছে হামাসের সঙ্গে ইজরায়েল যুদ্ধ। তবে এই চারদিনের জন্য ছেদ পড়তে চলেছে এই যুদ্ধে। যদিও বেঞ্জামিন সাফ জানিয়ে দিয়েছেন, যুদ্ধে এই বিরতি সাময়িক। এই লড়াই চলবেই।
মোসাদকে দেওয়া নেতানিয়াহুর এই নির্দেশের পরই শুরু হয়েছে চর্চা। উল্লেখ্য, ১৯৭৬-এর মিউনিখ অলিম্পিক হত্যাকাণ্ডের বদলা নেওয়ার জন্য ইজরায়েল ‘অপারেশন র্যাথ অফ গড’ শুরু করেছিল। ইউরোপ-সহ বিশ্বজুড়ে প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠন ‘ব্ল্যাক সেপ্টেম্বর’-এর নেতাদের হত্যা করে গোয়েন্দা সংস্থা মোসাদ। ওই কায়দাতেই এবার বিশ্বজুড়ে হামাসের শীর্ষ নেতাদের নিকেশ করতে মোসাদকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। অন্যদিকে গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোনে কথা হয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রীর (Benjamin Netanyahu)। সাংবাদিক বৈঠকে সেই প্রসঙ্গে বলতে গিয়ে বেঞ্জামিন জানাচ্ছেন, “আমি সাফ জানাচ্ছি যতক্ষণ না আমরা আমাদের লক্ষ্যে পৌঁছচ্ছি, ততক্ষণ লড়াই চলবেই।”
আরও পড়ুন-জম্মু-কাশ্মীরে নিকেশ লস্করের স্নাইপার ও বোমা বিশেষজ্ঞ
এদিকে গাজায় সবচেয়ে বড় হাসপাতাল আল শিফাকে নিজেদের গড় বানিয়েছে হামাস। তার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি জাগোবাংলা ডিজিটল। আল শিফা হাসপাতাল দখলে নিয়েছে ইজরায়েলি সেনা। সুড়ঙ্গটি হামাস বানিয়েছে বলে দাবি করেছে আইডিএফ। কী ভাবে অত্যাধুনিক সেই সুড়ঙ্গ বানানো হয়েছে, তার ছবিও প্রকাশ্যে আনা হয়েছে। ড্রোন ক্যামেরার সাহায্যে সুড়ঙ্গের ভিতরে কোথায় কী রয়েছে তা দেখানো হয়েছে। সুড়ঙ্গের ভিতরে রয়েছে ঘর, থাকার ব্যবস্থা, অত্যাধুনিক সর়ঞ্জাম, বাথরুম। সাড়ে ৬ ফুট উচ্চতার ওই সুড়ঙ্গে ঢোকার জন্য হাসপাতাল চত্বরে রয়েছে ছোট্ট একটি দরজা। যা কোনও ভাবেই বোঝার উপায় নেই।