জম্মু-কাশ্মীরে নিকেশ লস্করের স্নাইপার ও বোমা বিশেষজ্ঞ

Must read

জম্মু কাশ্মীরের রাজৌরির জঙ্গলে ২৪ ঘণ্টা ধরে চলা গুলির লড়াইয়ের পর অবশেষে সাফল্য সেনার। ভারতীয় সেনার (Indian Army) গুলিতে খতম হল ২ পাক জঙ্গি। এরা লস্কর-ই-তৈবার সদস্য বলে জানা গিয়েছে। এদের মধ্যে একজনের পরিচয় প্রকাশ্যে আনা হয়েছে। পাকিস্তানের বাসিন্দা এই লস্কর জঙ্গির নাম কুয়ারি। এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ বাড়াতে কুয়ারিকে ভারতে পাঠানো হয়েছিল। নিহত জঙ্গি একজন আইইডি বিশেষজ্ঞ। স্নাইপার প্রশিক্ষণও ছিল তার। পাহাড়ে গুহায় লুকিয়ে কাজ চালাচ্ছিল।

সেনা সূত্রে খবর, কুয়ারির মৃত্যু সেনার কাছে অনেক বড় সাফল্য। পাকিস্তানের লস্কর ই তৈবার অত্যন্ত উচ্চপদস্থ কম্যান্ডার কুয়ারি। জঙ্গি শিবিরে তার প্রসিক্ষন হয়েছিল পাকিস্তান এবং আফগান ফ্রন্টে। গত এক বছর ধরে রাজৌরি-পুঞ্চ সেক্টরে নিজের সহযোগীদের সঙ্গে আত্মগোপন করেছিল এই জঙ্গি। ডাংরি ও কান্দিতে হামলার সঙ্গেও জড়িত ছিল সে। সেনার তরফে জানা গিয়েছে, এই অভিযানের সূত্রপাত হয় বুধবার সকালে। বাজিমল গ্রামের বাসিন্দা এক ব্যক্তি জঙ্গিদের খাবার না দেওয়ায় তাঁকে মারধোর করে জঙ্গিরা। সেই ব্যক্তি সেনার কাছে এসে সবটা জানায়। এরপরই শুরু হয় সেনা অভিযান।

আরও পড়ুন- বিজেপি দুর্নীতিগ্রস্ত, নরকঙ্কালের মালা পরে বসে সিপিএম, বিরোধীদের তুলোধনা দলনেত্রীর

গোটা এলাকা ঘিরে ফেরে শুরু হয় তল্লাশি অভিযান শুরু করে সেনাবাহিনী। জঙ্গলের সুবিধা নিয়ে সেনাকে (Indian Army) লক্ষ্য করে ব্যাপকভাবে গুলি চালায় জঙ্গিরা। যার জেরে শহিদ হন সেনার ৪ জওয়ান। গুরুতর আহত হন ২ জন। জঙ্গিরা যাতে জঙ্গলের সুবিধা নিয়ে পালিয়ে যেতে না পারে তার জন্য গোটা জঙ্গল ঘিরে ফেলতে আরও সেনা মোতায়েন করা হয়। সারা রাত ধরে চলতে থাকে গুলির লড়াই। একটানা অভিযানের পর বৃহস্পতিবার সকালে ২ জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি গুলির লড়াইয়ে আহত দুই সেনা জওয়ানের মধ্যে মধ্যে একজন শহিদ হয়েছেন বৃহস্পতিবার সকালে।

Latest article