ভারতে চালু হতে চলেছে এক নতুন উড়ান পরিষেবা। আকাশ এয়ার নামে এই সংস্থার বিমান জুলাই মাসে আকাশে ডানা মেলতে পারে বলে খবর। সোমবার আকাশ এয়ারের পক্ষ থেকে সংস্থার নতুন বিমানের ছবি প্রকাশ করা হয়েছে। ছবির ক্যাপশনে লেখা, আর শান্ত থাকতে পারছি না। সংস্থার সদর দফতর মুম্বই।
আরও পড়ুন-প্রবল ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড দিল্লি, ব্যাহত উড়ান
তবে কোনও বিমান সংস্থা শুরুর প্রথম থেকেই বাণিজ্যিক উড়ান চালু করতে পারে না। নির্দিষ্ট কিছু নিয়ম মেনে কয়েকটি পরীক্ষামূলক পদক্ষেপের পর বাণিজ্যিক বিমান চলাচলে ছাড় দেওয়া হয়। জানা গিয়েছে, জুন মাসেই আকাশ এয়ার তাদের প্রথম বিমানটি হাতে পেতে চলেছে। পরিষেবা চালু হতে পারে জুলাই মাসে। ২০২১-এর অক্টোবরে অসামরিক বিমানমন্ত্রক আকাশ এয়ারকে অনুমোদন দেয়।