নিষিদ্ধ বনফায়ার, বনদফতরের একগুচ্ছ নিষেধাজ্ঞা

ফরেস্ট সংলগ্ন রিসর্টগুলিতেও একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করেছে বনদফতর। বন্যপ্রাণীদের কথা ভেবেই এই নিয়ম জারি বলে বনদফতরের তরফে জানানো হয়েছে

Must read

বাসুদেব ভট্টাচার্য, জলপাইগুড়ি: বনে গিয়ে আর করা যাবে না বনফায়ার। নির্জন অরণ্যে বেড়াতে গিয়েও এবার থাকতে হবে সংযত। ফরেস্ট সংলগ্ন রিসর্টগুলিতেও একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করেছে বনদফতর। বন্যপ্রাণীদের কথা ভেবেই এই নিয়ম জারি বলে বনদফতরের তরফে জানানো হয়েছে। রবিবার বন দফতরের পক্ষ থেকে একটি সার্কুলার জারি করে রিসর্টগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে যে, রিসর্টে কোনও ভাবেই জোরাল আলো লাগানো যাবে না। মাইকের ব্যবহার একেবারেই বন্ধ করতে হবে।

আরও পড়ুন-নতুন উড়ান সংস্থা

রিসর্টে বনফায়ার করা যাবে না, অর্থাৎ রান্না ঘরের বাইরে আগুন জ্বালিয়ে খাবার তৈরি করা (বার্বি কিউ) করা যাবে না। এই বিষয়গুলির ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করল বনদফতর। মুলত বন্যপ্রাণীদের কথা মাথায় রেখেই এই নিষেধাজ্ঞা জারি করেছে বনদফতর। যদিও মাস কয়েক আগে একজন পর্যটকের অভিযোগের ভিত্তিতে বনদফতর এই নির্দেশিকা জারি করেছে। জনৈক ওই পর্যটক বনদফতরে অভিযোগ করেন বনসংলগ্ন এলাকার রিসর্টগুলিতে তারস্বরে মাইক বাজানোর পাশাপাশি উচ্চআলোযুক্ত লাইট জ্বালানোর ফলে বন্যপ্রাণীরা বিরক্ত হয় এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রার ভারসাম্য নষ্ট হয়।

আরও পড়ুন-প্রবল ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড দিল্লি, ব্যাহত উড়ান

বিষয়টি বনদফতর খতিয়ে দেখে, নিজেরা ওই এলাকায় গিয়ে পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের প্রধান মুখ্য বনপাল জে টি ম্যাথু। এই নির্দেশিকা গরুমারা বন্যপ্রাণী বিভাগের পক্ষ থেকে লাটাগুড়ি এবং মূর্তির সমস্ত রিসর্টে পৌঁছে দেওয়া হয়েছে। মূর্তির এক রিসর্ট মালিক অনিন্দ্য মুখোপাধ্যায় বলেন, ‘‘বনদফতরের এই নিয়মকে আমি সমর্থন করি। বন্যপ্রাণীদের বিষয়টি মাথায় রেখেই রিসর্ট চালানো উচিত।’’

Latest article