পুজোর পর এই প্রথম উত্তরবঙ্গ সফরে গিয়ে উত্তরবঙ্গ নিয়ে বেশ কিছু আবেগঘন মুহূর্ত কাটান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে ভাষণে মালবাজারের ঘটনা থেকে উত্তরবঙ্গ নিয়ে সরকারের পরিকল্পনা সব বিষয়েই বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। দুয়ারে সরকারের নতুন দিনক্ষণ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গবাসীর জন্য মতিনি বলেন, ‘উত্তরবঙ্গে সুযোগ-সুবিধা আরও বাড়বে। বাড়তি গুরুত্ব দেওয়া হবে। উত্তরবঙ্গের উন্নয়নে গুরুত্ব দিচ্ছে রাজ্য।’ আজ বিজয়া সম্মিলনীর মঞ্চে হাজির ছিলেন গ্রেটার নেতা অনন্ত মহারাজ।
আরও পড়ুন-‘বঙ্গভঙ্গ নয়, আমরা চাই সঙ্গ’ অখণ্ড বাংলায় জোর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে মমতা বলেন, ‘দুয়ারে সরকার আবার চালু হচ্ছে। ১ নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চলছে। আপনাদের যা সমস্যা চলছে বলবেন। আমি ডিএম, আইসি- দের বলব সাধারণ মানুষ আপনাদের কাছে গেলে সহানুভূতির সঙ্গে কথা বলবেন।’ প্রসঙ্গত ৩০ নভেম্বর পর্যন্ত বিভিন্ন জায়গায় জায়গায় দুয়ারে সরকার ক্যাম্প করা হবে। ৩১ ডিসেম্বর এর মধ্যে সব আবেদনপত্রের স্ক্রুটিনি হয়ে যাবে বলেও জানিয়েছে রাজ্য। দুয়ারে সরকার ক্যাম্পগুলির মাধ্যমে এবার একাধিক প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। এই ২৫ দফা সুবিধা পাওয়া যাবে এ বারের দুয়ারে সরকার ক্যাম্পগুলির মাধ্যমে।
আরও পড়ুন-‘জোর করে জমি কেড়ে নিয়েছিল তৎকালীন বাম সরকার’ দাবি মমতার
মুখ্যমন্ত্রীর মতে, ”যতটা পেরেছি চেষ্টা করেছি এই জায়গাতে সব কিছুর ব্যবস্থা করতে। ইউনেস্কো দুর্গাপুজোকে হেরিটেজ সম্মান দিয়েছে। আমরা প্রায় ৬ হাজার ক্লাবকে এখানে ৬০ হাজার টাকা দিয়েছি। বাংলায় ৮৩ হাজার পুজো হয়েছে।”
এদিনের বিজয়া সম্মিলনীতে উত্তরবঙ্গের সব জেলা জুড়ে সাড়ে পাঁচ হাজারেরও বেশি পুজো কমিটি আমন্ত্রিত ছিল। পাশাপাশি বণিক সভা ও বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়।