গাড়ি চালকদের থাকার জন্য নয়া ভবন

Must read

১) খরচ ৬৫ লক্ষ টাকা।
২) হবে তিনতলা বাড়ি।
৩) থাকতে পারবেন ৫০ জন।
৪) ক্যান্টিন-সহ থাকছে অন্যান্য সুবিধা।
৫) খুব কম খরচেই থাকা যাবে।

সংবাদদাতা, শিলিগুড়ি : পাহাড়ের গাড়িচালকদের জন্য বিশেষ উদ্যোগ নিল জিটিএ (GTA)। শিলিগুড়ির দার্জিলিং মোড়ে চালকদের জন্য তিনতলা ভবন তৈরি করা হচ্ছে। জিটিএ চিফ এগজিকিউটিভ অনীত থাপা এই প্রকল্পের শিলান্যাস করেন। তিনি জানিয়েছেন, এই ভবনের নির্মাণকাজ শেষ হলে প্রচুর গাড়িচালক এখানে রাত্রিবাস করতে পারবেন। চালকরাও এই ভবন নির্মাণ শুরু হওয়ায় খুশি। দার্জিলিং মোড়ে মঙ্গল মাইতি ভবনের সামনে প্রচুর লরি প্রতিদিন দাঁড়িয়ে থাকে। প্রতিদিন পাহাড় থেকে প্রচুর গাড়ি শিলিগুড়িতে আসে। কেউ প্যাসেঞ্জার নিয়ে আসে আবার কেউ বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে আসেন। ফলে চালকদের অনেক রাতে গাড়ি চালিয়ে পাহাড়ে ফিরতে হয়। শুধু মাত্র শিলিগুড়িতে (GTA) রাত্রি যাপনের ব্যাবস্থা না থাকার কারণেই প্রাণের ঝুঁকি নিয়ে শীতের মধ্যে পাহাড়ে ফিরতে হয় গাড়ি চালকদের। প্রতিদিন কয়েকশো লরি চালক পণ্য সামগ্রী নিতে শিলিগুড়ি আসে। লরি চালকরা তাদের লরি নিয়ে দার্জিলিং মোড়ে মঙ্গল মাইতি ভবনের সামনে দাঁড়িয়ে থাকে। এখান থেকেই লরি চালকরা দার্জিলিং, কার্শিয়াং, মিরিক, কালিম্পং এলাকায় পণ্য নিয়ে গিয়ে থাকে। গাড়ি চালকদের সমস্যার কথা জিটিএ প্রধান অনিত থাপার কানে পৌঁছতেই শিলিগুড়িতে ভবন তৈরির উদ্যোগ নেন অনিত থাপা। রবিবার দার্জিলিং মোড়ে গাড়ি চালকদের জন্য ভবনের শিলান্যাস করেন অনিত থাপা। গাড়ি চালকদের থাকা, খাওয়া ও শৌচাগারের জন্য তিনতলা বাড়ি তৈরি হচ্ছে। এই ভবন নির্মাণের জন্য প্রায় ৬৫ লক্ষ টাকা ব্যায় করা হচ্ছে। চলতি বছরের মধ্যেই কাজ শেষ হবে। ভবনটি চালু হলে একসঙ্গে ৫০ জনের বেশি থাকতে পারবে খুব কম খরচে। ভবনের মধ্যে ক্যান্টিনের ব্যবস্থাও থাকবে। এই বিষয়ে অনিত থাপা বলেন, পাহাড়ের গাড়ি চালকরা প্রতিদিন বিভিন্ন পণ্য সামগ্রী নিতে শিলিগুড়ি গিয়ে থাকে। অনেকেই অনেক রাতে ফেরে জীবনের ঝুঁকি নিয়ে। তাই তারা থাকার জন্য ভবনের ব্যবস্থা করতে বলেছিল। তাদের দাবি মেনে ভবন করা হচ্ছে।

আরও পড়ুন-ধর্মনিরপেক্ষতা ও সুভাষচন্দ্র

Latest article