মুখ্যমন্ত্রীর আরেক অবদান: সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন চালু

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের (Sadhu Ram Chand Murmu University) নতুন ভবনে কাজ শুরু হল সোমবার থেকে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষে ঝাড়গ্রামের জিতুশোলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে লাগানো হয়েছিল জায়ান্ট স্ক্রিন। বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা, উপাচার্য অমিয়কুমার পান্ডা, রেজিস্ট্রার প্রশান্তকুমার পণ্ডিত, জেলাশাসক সুনীল আগরওয়াল, পুলিশ সুপার অরিজিৎ সিংহ, বিধায়ক দুলাল মুর্মু, কবি-সাহিত্যিক সাধু রামচাঁদ মুর্মুর আত্মীয়রা ও তাঁর গ্রাম কামারবাঁধির মানুষজন উপস্থিত ছিলেন। ২০২১ সাল থেকেই এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম এবং সাঁওতালি, ইংরাজি, অঙ্ক, সাংবাদিকতা ও জনসংযোগ— এই চারটি বিষয়ের উপর পড়াশোনা ঝাড়গ্রাম রাজ মহিলা কলেজে শুরু হয়ে যায়। বর্তমান শিক্ষাবর্ষ থেকে বাংলা, ইতিহাস, ভূগোল, লাইব্রেরি সায়েন্স পুষ্টি ও জনস্বাস্থ্য, মিউজিক এবং পারফর্মিং আর্ট— এরকম আরও ছ’টি বিষয়ের উপর স্নাতকোত্তর কোর্স পড়ানো হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। তার জন্য প্রথম পর্বে প্রশাসনিক ভবন, ছাত্রীনিবাস, অধ্যাপকদের থাকার অতিথি ভবন, ক্লাসরুম তৈরি। মঙ্গলবার থেকেই দ্বিতীয় বর্ষের ক্লাস শুরু হচ্ছে। ঝাড়গ্রাম শহর থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে জিতুশোলে প্রধান সড়কের পাশেই গড়ে উঠেছে নতুন এই বিশ্ববিদ্যালয় (Sadhu Ram Chand Murmu University)। ২০১৭-য় ঝাড়গ্রাম নতুন জেলা ঘোষণার পর প্রায় ২৭ একরে মুখ্যমন্ত্রীর চেষ্টায় এই বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস গড়ে ওঠেছে। এদিন শিক্ষকদিবস, তাই মন্ত্রী বীরবাহা হাঁসদা নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানেই সুখময় পান্ডা ও অসীমকুমার গঙ্গোপাধ্যায় নামে দুই শিক্ষকের হাতে শিক্ষকরত্ন পুরস্কার দেন।

আরও পড়ুন: এবার রাজ্যের ঝুলিতে আন্তর্জাতিক ভ্রমণ পুরস্কার: ঘোষণা মুখ্যমন্ত্রীর

Latest article