কৃষক আন্দোলন দমনের নয়া ছক, সমর্থনকারীদের এক্স হ্যান্ডেল ব্লকের নির্দেশ মোদি সরকারের

কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের একজন সিনিয়র আধিকারিক বলেন, সরকার এক্স-এর বিবৃতি পর্যালোচনা করছে এবং শীঘ্রই এর প্রতিক্রিয়া জানাবে।

Must read

প্রতিবেদন : লোকসভা ভোটের দোরগোড়ায় কৃষকদের আন্দোলন নিয়ে চরম অস্বস্তিতে মোদি সরকার। কৃষকদের দাবি মানতে টালবাহানা করলেও আন্দোলনকারীদের ঠান্ডা করতে ইতিমধ্যেই দাঁত-নখ বের করেছে মোদি সরকার। তবে শুধু এইটুকুতেই আটকে নেই কেন্দ্রের শাসক দল। কৃষক বিক্ষোভ দমনে আন্দোলনকারীদের সমর্থকদের আটকাতেও অতিসক্রিয় হল সরকার। আর এই তথ্য প্রকাশ্যে এনেছে এলন মাস্কের সংস্থা এক্স। সংস্থার তরফে দাবি করা হয়েছে, কৃষকদের সমর্থনকারী এমন একাধিক ব্যক্তি বা সংগঠনের অ্যাকাউন্ট এবং পোস্ট ব্লক করে দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। নির্দেশ না মানলে জরিমানার পাশাপাশি কর্মীদের গ্রেফতার করা হতে পারে বলে হুমকি দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই মোদি সরকারের এহেন হুঁশিয়ারি প্রকাশ্যে আসার পর বিতর্ক তীব্র হয়েছে।

আরও পড়ুন-ইডির জুজু দেখিয়ে কোটি কোটি টাকার ‘তোলাবাজি’ চালাচ্ছে বিজেপি!, চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে

বৃহস্পতিবার সকালে এক্স-এর অফিসিয়াল অ্যাকাউন্টে এ-প্রসঙ্গে জানানো হয়, ভারত সরকারের ব্লকিং গাইডলাইন মেনে চলার বাধ্যবাধকতায় তা কার্যকর করা হলেও নীতিগতভাবে এই সিদ্ধান্তে সহমত নয়। একইসঙ্গে জানানো হয়, আইনি সীমাবদ্ধতার কারণে সংস্থা সরকারি আদেশগুলি প্রকাশ করতে অক্ষম, তবে স্বচ্ছতার স্বার্থে সেগুলি সর্বজনীন করা প্রয়োজন বলে মনে করে সংস্থা। মানুষের মতপ্রকাশের অধিকারের বিরুদ্ধে এই স্বেচ্ছাচারী সিদ্ধান্তের বিরোধিতা করা হয় এক্সের তরফে। জানা যাচ্ছে, সরকারের নতুন নির্দেশে উল্লিখিত অ্যাকাউন্টগুলির বেশিরভাগই চলমান কৃষক আন্দোলনের সমর্থনে পোস্ট করা ট্যুইট। এই মাসের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রক বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন, ফেসবুক, এক্স এবং ইনস্টাগ্রামে শত শত অ্যাকাউন্ট এবং লিঙ্কগুলি ব্লক করার নির্দেশ দিয়েছিল। এক্স তাদের হ্যান্ডেলে বলেছে, সরকারি আদেশ মানার বাধ্যবাধকতায় আমরা একমাত্র ভারতেই এই অ্যাকাউন্ট এবং পোস্টগুলি বন্ধ রাখব। তবে আমরা এই কার্যকলাপের সঙ্গে সহমত নই এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় এমন পোস্টের বিরোধিতা করা উচিত নয়। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের একজন সিনিয়র আধিকারিক বলেন, সরকার এক্স-এর বিবৃতি পর্যালোচনা করছে এবং শীঘ্রই এর প্রতিক্রিয়া জানাবে। এক্স বলেছে, তারা অ্যাকাউন্ট ব্লক হওয়া প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের একটি নিয়মমাফিক একটি নোটিশ পাঠিয়েছে।

Latest article