প্রতিবেদন : রাজ্য সরকার বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের (Disabled Students) জন্য একটি পৃথক কলেজ গড়ার সিদ্ধান্ত নিয়েছে। জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বৃহস্পতিবার বিধানসভায় একথা জানিয়েছেন। অশোকনগরের বাণীপুরে এই কলেজ তৈরি করা হবে। তিনি জানিয়েছেন, বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের (Disabled Students) জন্য রাজ্যে ৭৪টি স্কুল রয়েছে। কিন্তু ১২ ক্লাস পাশ করার পরে উচ্চশিক্ষা নিতে চাইলে সমস্যায় পড়েন এধরনের ছাত্রছাত্রীরা। মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের জন্য আলাদা কলেজ করার আবেদন জানানো হয়েছিল। মুখ্যমন্ত্রী সে ব্যপারে অনুমোদন দিয়েছেন। অন্যদিকে ‘নিজের বই নিজে পড়ো’ প্রকল্পের যথেষ্ট সাড়া মিলেছে। যাদের বাড়িতে পড়ার পরিবেশ নেই তারা সরকারি লাইব্রেরিতে গিয়ে পড়তে পারেন। উল্টোডাঙা কেন্দ্রীয় গ্রন্থাগারে ইতিমধ্যে এই ব্যবস্থা আছে। আরও ১৩টি সরকারি গ্রন্থাগারে এই প্রকল্প রূপায়ণের কাজ চলছে। সময় কাটানো ও বই পড়ার অভ্যাসকে উৎসাহ দিতে ভাল রেস্টুরেন্ট ও হাসপাতালে বই-এর রেক এর ব্যবস্থা করছে দফতর। বিভিন্ন ভাবে তাদের আর্থিক সহায়তা করে সরকার। লাইব্রেরির ৭৩৮টি পদে অনুমোদন হয়েছে। এই পদগুলোতে নিয়োগ সম্পূর্ণ হলে গ্রামীণ লাইব্রেরির উন্নয়ন হবে। সরকারি লাইব্রেরি ছাড়াও বেসরকারি লাইব্রেরি যেগুলো রয়েছে তারা যদি সমস্ত নিয়ম মানে তাহলে আসবাব কিনে দেওয়া সহ যাবতীয় সাহায্য করবে রাজ্য সরকার।
আরও পড়ুন: ট্রাম হেরিটেজ আরও ব্যাটারি বাস