ট্রাম হেরিটেজ আরও ব্যাটারি বাস

Must read

প্রতিবেদন : জ্বালানির অত্যধিক মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে রাজ্য সরকার সব বাসকে ব্যাটারি (E-Bus) চালিত বাসে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে। বিধানসভার প্রশ্নত্তর পর্বে আজ পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Minister Firhad Hakim) বলেন, ব্যাটারি চালিত বাসের জন্য ইতিমধ্যে ৭৬টি চার্জিং স্টেশন করা হয়েছে। আরও তৈরি করার চেষ্টা হচ্ছে।

আরও পড়ুন: হাওড়া ব্রিজে বাসের সংঘর্ষে জখম ২০

অন্যদিকে জ্বালানি ও পরিবেশের কথা মাথায় রেখে ই-বাসের সংখ্যা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। ইতিমধ্যে ১০০টি ই-বাস চলছে। এরকম আরও ১২০০টি বাসের বরাত দেওয়া হয়েছে। আগামী বছরের মধ্যে আরও ৪০০টি বাস পাওয়া যাবে। ২০২৪ এর মার্চে মিলবে আরও ৪০০টি ই-বাস (E-Bus)। লিথিয়াম ব্যাটারির অভাবের কারণে ই-বাস হাতে পেতে সময় লাগছে বলে পরিবহণমন্ত্রী জানিয়েছেন। কারণ দেশে ওই ব্যাটারি উৎপাদন হয় না। শহরে ট্রাম পরিষেবা নিয়েও বিধানসভার অধিবেশন কক্ষে প্রশ্ন করা হয় পরিবহণমন্ত্রীকে। ট্রাম চলাচল সর্বত্র হবে কি না এই প্রশ্নের উত্তরে পরিবহ মন্ত্রী বলেন, ট্রামকে আমরা হেরিটেজ হিসেবে রেখে দিয়েছি। চওড়া রাস্তায় ট্রাম চালানো হচ্ছে।

Latest article