হাওড়া ব্রিজে বাসের সংঘর্ষে জখম ২০

Must read

সংবাদদাতা, হাওড়া : বৃহস্পতিবার সকালে হাওড়া ব্রিজে (Howrah Bridge) ভয়াবহ বাস দুর্ঘটনা (Bus Accident)। দুটি দ্রুত গতির যাত্রী বোঝাই বাসের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন অন্তত ২০ জন। দুর্ঘটনার জেরে অফিস টাইমে হাওড়া ব্রিজে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ সূত্রে জানা গেছে, শিয়ালদহ-বাঁধাঘাট ও বকুলতলা-ধর্মতলা রুটের দুটি বাসই ওভারটেক করতে করতে হাওড়া ব্রিজের ওপর দিয়ে বেপরোয়া গতিতে যাচ্ছিল। তখনই ব্রিজের মাঝখানে সজোরে দুটি বাসের (Bus Accident) মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। সংঘর্ষের পর দুর্ঘটনাগ্রস্ত একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের এক পাশে ধাক্কা মেরে কাত হয়ে যায়। ঘটনায় যাত্রীবোঝাই দুটি বাসের অনেকেই অল্পবিস্তর জখম হন। হাওড়া সিটি পুলিশ ও নর্থ পোর্ট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠায়। ধর্মতলা-বকুলতলা রুটের বাসের চালক ভেতরেই আটকে পড়েন। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে ক্রেন নিয়ে এসে দুর্ঘটনাগ্রস্ত বাস দুটিকে সরানো হয়। হাওড়া সিটি পুলিশের এক কর্তা জানান, ‘‘দুটি বাসই ওভারটেক করে বেপরোয়া গতিতে যেতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা মারে।’’ দুর্ঘটনার জেরে অফিস টাইমে হাওড়া ব্রিজের ওপর সৃষ্ট যানজট স্বাভাবিক হতে দুপুর গড়িয়ে যায়। দুর্ঘটনার ফলে ব্রিজের পিলারের কোনও ক্ষতি হয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: পিস্তল ও গুলি-সহ গ্রেফতার এক মহিলা

Latest article