পিস্তল ও গুলি-সহ গ্রেফতার এক মহিলা

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর :‌ বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও কার্তুজ–সহ এক মহিলাকে গ্রেফতার করল ফরাক্কা থানার পুলিশ (Farakka Police Station)  ও এসটিএফের যৌথ দল, বৃহস্পতিবার রাতে। ধৃতের নাম মর্জিনা বিবি (৫৫)। বাড়ি মালদহের কালিয়াচক থানার বামনতলা গ্রামে। তার কাছ থেকে তিনটি সেভেন এমএম পিস্তল, ছ’টি ম্যাগাজিন ও ২০টি কার্তুজ উদ্ধার করেছে। আগামী বছর পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যে বিরোধী রাজনৈতিক দল, বিশেষত বিজেপি–আশ্রিত দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র এবং গুলি মজুত করা শুরু করেছে বলে পুলিশের (Farakka Police Station) কাছে খবর। তারই জেরে এই অস্ত্র উদ্ধার। পুলিশের ধারণা, এই অস্ত্র মালদহে অশান্তি ছাড়ানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। বুধবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নিউ ফরাক্কার ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন ত্রিমোহনী এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই মহিলাকে। গতকাল রাতেই সে আগ্নেয়াস্ত্র এবং বুলেট নিয়ে বিহারের মুঙ্গের থেকে মুর্শিদাবাদে এসে পৌঁছয়। পরিকল্পনা ছিল অস্ত্র নিয়ে মালদা ফিরে যাওয়ার। তার আগেই ধরা পড়ে গেল। পুলিশের মতে, ধৃত ওই মহিলা মূলত ‘ক্যারিয়ার’‌ হিসেবে কাজ করত। স্বামীর মৃত্যুর পর সংসার চালানোর জন্যই নাকি সে এই পেশায় আসতে বাধ্য হয়। মহিলাদের ওপর পুলিশের সন্দেহ কম পড়ে, সম্ভবত সেই কারণেই মর্জিনাকে ব্যবহার করা হয়েছিল।

আরও পড়ুন: হোমস্টেতে দেশের সেরা হবে বাংলা

Latest article