বিরাট নিয়ে সরব কপিল: ‘ব্যাটে রান না পেলে লোকে কথা বলবেই’

Must read

নয়াদিল্লি : ২০১৯ সালের নভেম্বর মাসে শেষ আন্তর্জাতিক সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে পিঙ্ক বল টেস্টে সেঞ্চুরির পর আড়াই বছরেরও বেশি সময় কেটে গিয়েছে, বিরাটের ব্যাটে সেঞ্চুরি নেই। নেতৃত্বের বোঝা না থাকলেও পুরনো ছন্দে ফিরতে পারেননি বিরাট। এবারের আইপিএলেও প্রাক্তন ভারত অধিনায়ককে প্রত্যাশিত ফর্মে দেখা যায়নি। যা দেখে কপিল দেবের (Kapil Dev) মতো কিংবদন্তি বলে দিয়েছেন, ব্যাটে রান না করলে লোকে চুপ থাকবে না। তারা সমালোচনা করবেই।

আরও পড়ুন: পনেরো বছর! সতীর্থদের ধন্যবাদ জানালেন রোহিত

কপিল বলেছেন, ‘‘আমি বিরাট (Virat Kohli- Kapil Dev) কোহলির মতো এত ক্রিকেট খেলিনি। তবে আমরাও ক্রিকেট খেলেছি, খেলাটাও বুঝি। বড় খেলোয়াড়দের সমালোচনা করাটা হয়তো শোভা পায় না। কিন্তু তাকে তো পারফরম্যান্সের উন্নতি ঘটাতে হবে, চিন্তাভাবনায় বদল আনতে হবে, প্রক্রিয়ায় উন্নতি করতে হবে। সে যদি রান না করে, তাহলে আমাদের বুঝতে হবে কিছু ভুল আছে। প্রত্যাশিত পারফরম্যান্স না হলে মানুষ তো শান্ত থাকবে না। তোমার ব্যাট এবং পারফরম্যান্স কথা বলবে। এটাই হওয়া উচিত। আমাদের ভুল প্রমাণ করতে পারলে ভাল লাগবে।”
কপিল আরও বলেন, ‘‘বিরাটের মতো বড় খেলোয়াড়ের যখন দীর্ঘ সময় ধরে রানের খরা চলে, তখন সেটা আমাকে যন্ত্রণা দেয়। আমরা কখনও ভাবিনি, সুনীল গাভাসকর, শচীন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়ের পর এত তাড়াতাড়ি বিরাটের মতো এই মাপের ক্রিকেটারকে পাব। শচীনদের সঙ্গে ওর তুলনা টানা হবে। কিন্তু সেই ক্রিকেটার যদি দু’বছর ধরে রান না করে, সেটা তো আমাদের চিন্তা বাড়াবেই। লোকে তা নিয়ে কথা বলবেই।”

Latest article