নিউ টাউনে হচ্ছে নতুন পুরসভা

বিধানসভার আসন্ন বাজেট অধিবেশনেই এই সংক্রান্ত একটি বিল আনার প্রস্তুতি চলছে বলে পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন।

Must read

প্রতিবেদন : আধুনিক উপনগরী নিউ টাউনের একাংশ পঞ্চায়েত এলাকার মধ্যে ঢুকে পড়ায় জটিলতা সৃষ্টি হয়েছে। এই সমস্যার সমাধান করতে নিউ টাউন এলাকাকে নিয়ে একটি পৃথক পুরসভা করা হবে বলে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। বিধানসভার আসন্ন বাজেট অধিবেশনেই এই সংক্রান্ত একটি বিল আনার প্রস্তুতি চলছে বলে পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন।

আরও পড়ুন-সুকান্ত-মালব্যের সামনেই হাতাহাতি

পঞ্চায়েতের আসন পুনর্বিন্যাসের পর রাজারহাট নিউ টাউনের অ্যাকশন এরিয়া ১সি, ১ডি, ১এ, ২বি, ২ই, ১বি, ২ এলাকাকে জ্যাংড়া হাতিয়াড়া-২ গ্রাম পঞ্চায়েতের এলাকার মধ্যে চলে গেছে। এই বিষয়টি নিয়ে এলাকার বাসিন্দাদের একাংশের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। ওই এলাকা কখনওই পঞ্চায়েতের অধীন হতে পারে না। তাই হবে নতুন পুরসভা।

Latest article