বঙ্গ

বহু জেলায় নতুন মুখ, সঙ্গে ৪ রাজ্য সম্পাদক, নদিয়ার সভানেত্রী মহুয়া মৈত্র

প্রতিবেদন : লোকসভা ভোটের বাকি আর মাত্র কয়েক মাস। তার আগেই জেলা নেতৃত্বের শীর্ষপদে রদবদল সেরে রাখল তৃণমূল কংগ্রেস। দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদনক্রমে বাংলা জুড়ে সমস্ত জেলার সভাপতি ও চেয়ারম্যানের নতুন তালিকা প্রকাশ করল তৃণমূল। উত্তর থেকে দক্ষিণ— যে তালিকা তৃণমূলের তরফে প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, কোথাও জেলার সভাপতি পদে বদল করা হয়েছে, কোথাও দায়িত্বে থাকা নেতাদের সভাপতি-চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হয়েছে।

আরও পড়ুন-লৌহকপাট বিতর্ক : ক্ষমা চাইল টিম পিপ্পা

উত্তরের আলিপুরদুয়ারের জেলা সভাপতির পদ পেলেন রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইক। কোচবিহারের জেলা সভাপতি পদে রয়ে গেলেন অভিজিৎ দে ভৌমিক। জলপাইগুড়ি জেলার সভাপতির দায়িত্বে রয়ে গেলেন মহুয়া গোপ। দার্জিলিং সমতলে পাপিয়া ঘোষ ও পাহাড়ে শান্তা ছেত্রীকে সভানেত্রী করা হয়েছে। উত্তর দিনাজপুরে কানহাইয়ালাল আগরওয়াল ও দক্ষিণ দিনাজপুরে শুভাশিস ভাওয়ালকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। মালদার জেলা সভাপতি হিসেবে থেকে গেলেন আবদুর রহিম বক্সি।

আরও পড়ুন-সত্যিই কি টাইম ট্রাভেল সম্ভব

অন্যদিকে, সাংসদ মহুয়া মৈত্রকে জেলা সভানেত্রীর দায়িত্ব দিল দল। তাঁকে নদিয়া-কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভানেত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। নদিয়া-রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব পেয়েছেন দেবাশিস গঙ্গোপাধ্যায়। মুর্শিদাবাদ-বহরমপুরে অপূর্ব সরকার, মুর্শিদাবাদ-জঙ্গিপুরে খলিলুর রহমানকে সভাপতি করা হয়েছে। পূর্ব বর্ধমানের সভাপতি পদে থেকে গেলেন রবীন্দ্রনাথ চক্রবর্তী। পশ্চিম বর্ধমানের সভাপতির দায়িত্ব পেয়েছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। বীরভূমে জেলার সাংগঠনিক দায়িত্ব সামলাবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত কোর কমিটি। নেত্রী আগেই ঘোষণা করেছিলেন, তিনি নিজে এই জেলা দেখবেন। পূর্ব মেদিনীপুরের তমলুকে অসিত বন্দ্যোপাধ্যায় ও কাঁথিতে পীযূষকান্তি পণ্ডাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন-পুরুলিয়ার নাক কাটা দেউলিয়া কালীর পুজোয় মানুষের ঢল

হাওড়া গ্রামীণে অরুণাভ সেন ও হাওড়া শহরে কল্যাণ ঘোষকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। হুগলির আরামবাগে রামেন্দু সিংহ রায় ও শ্রীরামপুরে অরিন্দম গুঁইনকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। উত্তর ২৪ পরগনার দমদম-ব্যারাকপুরে তাপস রায়, বনগাঁয় বিশ্বজিৎ দাস ও বারাসতে কাকলি ঘোষ দস্তিদারকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনে জয়দেব হালদার,ডায়মন্ড হারবার-যাদবপুরে শুভাশিস চক্রবর্তী নিজের দায়িত্বে বহাল রইলেন। বিষ্ণপুরের সাংগঠনিক জেলার দায়িত্ব পেলেন বিক্রমজিৎ চট্টোপাধ্যায়, বাঁকুড়ার দায়িত্ব দেওয়া হয়েছে অরূপ চক্রবর্তীকে। পুরুলিয়ার জেলা সভাপতির দায়িত্ব পেয়েছেন সৌমেন বেলথরিয়া। ঝাড়গ্রামের সভাপতি হয়েছেন দুলাল মুর্মু। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সাংগঠনিক জেলার দায়িত্ব পেয়েছেন সুজয় হাজরা ও ঘাটাল সাংগঠনিক জেলার দায়িত্ব পেয়ছেন আশিস হুদাইত।

আরও পড়ুন-সম্প্রীতির দেবী হলেন কালী

এরবারেও চার জনকে রাজ্য সাম্পাদক করা হয়েছে। তাঁরা হলেন, আলিপুরদুয়ারের মৃদুল গোস্বামী, মুর্শিদাবাদের শাওনি সিংহ রায়। এ-ছাড়া কানাইচন্দ্র মণ্ডল ও সোমেন মহাপাত্রকেও রাজ্য সম্পাদক করেছে দল।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

23 minutes ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

4 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

4 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

4 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

4 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

4 hours ago