লৌহকপাট বিতর্ক : ক্ষমা চাইল টিম পিপ্পা

একই সঙ্গে ভারতীয় উপমহাদেশে সঙ্গীত জগতে, সমাজ ও রাজনীতিতে কাজী নজরুল ইসলামের অবদানের কথাও আরও একবার স্মরণ করেছে তাঁরা

Must read

প্রতিবেদন : গত কয়েকদিন ধরে কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহকপাট’ গানের বিকৃতি নিয়ে উত্তাল বাংলা। এই আবহে ঝাড়া পাঁচদিন পর সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে নিল টিম পিপ্পা। ছবির নির্মাতা রায় কাপুর ফিল্মস এক্স হ্যান্ডেলে ‘শ্রোতাদের আবেগ’-এর কথা মাথায় রেখে ক্ষমা প্রার্থনা করেছে। একাত্তরের মুক্তিযুদ্ধের উপর নির্মিত পিপ্পা সিনেমার একটি গানকে ঘিরে তুমুল বিতর্ক চলছে গত কয়েকদিন ধরে।

আরও পড়ুন-সত্যিই কি টাইম ট্রাভেল সম্ভব

কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাট’ গানটির সুর পরিবর্তন করায় সমালোচনার ঝড় উঠেছে। নজরুলের গানটির যে চেনা সুরে বাঙালি অভ্যস্ত, তার পরিবর্তন মেনে নিতে আপত্তি জানিয়েছেন একাংশের মানুষ। এই বিতর্কের আবহে এবার পাল্টা বিবৃতি দিল টিম পিপ্পা। তাদের দাবি, স্বত্বাধিকার সংক্রান্ত যাবতীয় নিয়ম নীতি মেনেই তারা কাজ করেছে। লিরিক্সের লাইসেন্স চুক্তি মেনেই গানটির রিমেক করা হয়েছে বলেও দাবি করেছে টিম পিপ্পা।

আরও পড়ুন-মালদহে ফের জেলা সভাপতি রহিম বক্সিই

তাঁরা লিখেছে, লাইসেন্স চুক্তিতে সই রয়েছে কল্যাণী কাজীর। সাক্ষী হিসেবে অনির্বাণ কাজীর সই রয়েছে। চুক্তির শর্তাবলী অনুযায়ী, এই গানটির লেখা অপরিবর্তিত রেখে নতুন সুর দেওয়ার অনুমতি তাঁদের দেওয়া হয়েছে বলেই দাবি করা হয়েছে। বিবৃতির শেষে তাঁরা জানিয়েছে, গানটির আসল সুরের প্রতি শ্রোতাদের আত্মিক টান রয়েছে। তাই গানের সুর বদলের জন্য কারও আবেগে আঘাত লেগে থাকলে আমরা তাঁদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। একই সঙ্গে ভারতীয় উপমহাদেশে সঙ্গীত জগতে, সমাজ ও রাজনীতিতে কাজী নজরুল ইসলামের অবদানের কথাও আরও একবার স্মরণ করেছে তাঁরা।

Latest article