তৃতীয় ত্রৈমাসিক— নতুন ফ্ল্যাট বিক্রি বেড়েছে ১০৫ শতাংশ

আবাসনশিল্পে দেশে পুরোভাগে কলকাতা

Must read

প্রতিবেদন : কলকাতায় আবাসনশিল্পের (Housing industry) বিকাশ ঘটছে লক্ষণীয়ভাবে। ২০২৩-এর তৃতীয় ত্রৈমাসিকে কলকাতায় নতুন ফ্ল্যাট বিক্রি বেড়েছে ১০৫ শতাংশ, যা গোটা দেশে সর্বোচ্চ। দেশের আবাসনশিল্পের (Housing industry) সঙ্গে জড়িত দুই সমীক্ষক সংস্থা তাদের রিপোর্টে জানিয়েছে, কলকাতায় নতুন বৃহৎ আবাসন প্রকল্প শুরুর হার দাঁড়িয়েছে ২২৫ শতাংশ, যা দেশে সবচেয়ে বেশি। পাশাপাশি কলকাতায় বেড়েছে দেশি ও আন্তর্জাতিক সংস্থার অফিস খোলার ধুমও। দেখা যাচ্ছে, ৬০ শতাংশ ক্ষেত্রেই ওইসব সংস্থা দীর্ঘমেয়াদিভাবে অফিস লিজ নিচ্ছে। ৪০ শতাংশ ক্ষেত্রে কম মেয়াদের জন্য অফিস ভাড়া নেওয়া হচ্ছে। এই সব ছবিই বলে দিচ্ছে, কলকাতা এবং বাংলা এখন নানা শিল্পসংস্থা বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। নাইট ফ্রাঙ্ক ও সিবিআরই-র যৌথ ওই সমীক্ষায় প্রকাশ, কলকাতা শহরের বুকে ১ কোটি টাকা বা তারও বেশি দামের ফ্ল্যাট বিক্রির হার ১৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ৫০ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা দামের ফ্ল্যাট বিক্রির হার বেড়েছে ২২৩ শতাংশ। ৫০ লক্ষের নীচের দামের ফ্ল্যাট বিক্রি বেড়েছে ৩৯ শতাংশ। নতুন ফ্ল্যাট বিক্রির ক্ষেত্রে চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে দেশে সব থেকে বেশি ফ্ল্যাটবিক্রির হার বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে কলকাতায়। দিল্লি এনসিআর এলাকায় এই হার ২৭ শতাংশ, পুনেতে ২০, অমেদাবাদে ৬, চেন্নাইয়ে ও হায়দরাবাদে ৫, মুম্বইয়ে ৪ এবং বেঙ্গালুরুতে মাত্র ১ শতাংশ। সেই জায়গায় কলকাতায় বিক্রির হার বেড়েছে ১০৫ শতাংশ। দেখা যাচ্ছে কলকাতায় বাড়ছে বিদেশি তথ্যপ্রযুক্তি সংস্থার ভিড়। এই সব সংস্থার মধ্যে ৬১ শতাংশ এদেশি। বিদেশি সংস্থা ২৭ শতাংশ। বাকিগুলি বহুজাতিক।

আরও পড়ুন- তরুণীর নগ্ন মৃতদেহ নিয়ে জঙ্গিদের প্যারেড! ইজরায়েলে আটকে থাকা ভারতীয় পড়ুয়ারা আতঙ্কিত

Latest article