বোধনেই নামছে ইস্টবেঙ্গল, প্লে-অফে এবার নতুন ফরম্যাট

আইএসএলে ডার্বি ২৯ অক্টোবর

Must read

প্রতিবেদন : ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ঢাকে কাঠি পড়ে গেল। দেশের এক নম্বর লিগ শুরু হচ্ছে ৭ অক্টোবর থেকে। এফএসডিএলের তরফে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে আইএসএলের সূচি ঘোষণা হল। উদ্বোধনী দিনেই নামছে ইস্টবেঙ্গল (East Bengal)। স্টিফেন কনস্ট্যান্টাইনের দলের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। কোচিতে অ্যাওয়ে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে লাল-হলুদ (East Bengal)। তিন দিন পর নামছে মোহনবাগান। ১০ অক্টোবর ঘরের মাঠে যুবভারতী ক্রীড়াঙ্গনে জুয়ান ফেরান্দোর দলের প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি। লিগের সেরা আকর্ষণ কলকাতা ডার্বি কালীপুজোর পর ২৯ অক্টোবর। ফিরতি ডার্বি আগামী বছর ২৫ ফেব্রুয়ারি।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর হাত ধরে ঐতিহাসিক শোভাযাত্রা মহানগরের বুকে

দুই মরশুম পর মাঠে ফিরছে দর্শক। খেলাও হবে আগের হোম-অ্যাওয়ে ফরম্যাটে। তবে নতুন নিয়মে এবার আইএসএলের প্লে-অফ হতে চলেছে। অনেকটা আইপিএলের ধাঁচে ‘এলিমিনেটর’ নিয়ে আসা হল আইএসএলে। লিগ পর্বে ১১টি দল হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে একে অপরের বিরুদ্ধে দু’বার করে খেলবে। অর্থাৎ প্রতিটি দল লিগে খেলবে ২০টি করে ম্যাচ। পয়েন্ট তালিকায় প্রথম দুই দল সরাসরি সেমিফাইনালে চলে যাবে। তৃতীয় থেকে ষষ্ঠ স্থানে শেষ করা চারটি দল খেলবে এলিমিনেটরে।
প্রথম এলিমিনেটরে তৃতীয় বনাম ষষ্ঠ স্থানে থাকা দলের মধ্যে ম্যাচ হবে। দ্বিতীয় এলিমিনেটরে খেলবে চতুর্থ এবং পঞ্চম স্থানে শেষ করা দল। এই দুই ম্যাচে যারা জিতবে তারা পয়েন্ট তালিকায় প্রথম দুই স্থানে শেষ করা দলের বিরুদ্ধে হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে সেমিফাইনাল খেলবে। আর লিগ পর্বে যারা পয়েন্ট তালিকায় শীর্ষ স্থানে শেষ করবে, তারা এমনিতেই লিগ-শিল্ড জিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করবে।

এএফসি-র নতুন রোডম্যাপ অনুযায়ী আইএসএল এবার লম্বা সময় ধরে চলবে। ৭ অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত হবে প্রতিযোগিতা। ২৬ ফেব্রুয়ারি শেষ হবে লিগের ম্যাচ।

এক নজরে আইএসএল
৭ অক্টোবর উদ্বোধনী ম্যাচ
ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স (কোচি)
১০ অক্টোবর নামছে মোহনবাগান
প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি (কলকাতা)
কলকাতা ডার্বি
২৯ অক্টোবর, ২০২২
২৫ ফেব্রুয়ারি, ২০২৩
(যুবভারতী ক্রীড়াঙ্গন, সন্ধ্যা ৭.৩০)

Latest article