সংবাদদাতা, মালদহ : আসরে নামল মালদহ জেলা পরিবহণ দফতর। জেলা পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, জেলায় মোট বাসের সংখ্যা ৩১৪। মালদহ থেকে শিলিগুড়ি যায় দুটি বাস। মুর্শিদাবাদ জেলার ৮০টি বাস, উত্তর দিনাজপুর জেলার ৩৫ ও দক্ষিণ দিনাজপুরের ৮০ এবং মালদহ থেকে কলকাতাগামী ১৮টি বাস চলাচল করে। প্রতিটি বাসের রয়েছে পারমিট। ফিটনেস পরীক্ষা যেগুলোর বাকি রয়েছে তা অবিলম্বে করানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন-মণিপুরে খেলবেন সুনীলরা
যাত্রী ও চালকদের সচেতনতা বাড়াতে একাধিক পদক্ষেপ নিয়েছে জেলা পরিবহণ দফতর। দুটি জেলার পারমিট এইখান থেকেই হয়। কিন্তু দুইয়ের বেশি জেলায় বাস চলাচল করলে এসটিএর স্বীকৃতি প্রয়োজন। বাসের আসন সংখ্যা অনুযায়ী ২৫ শতাংশ দাঁড়িয়ে-থাকা যাত্রী নিতে পারবে বাসগুলি। কিন্তু এক্ষেত্রে নিয়ম শিথিল করা হয়েছে। প্রয়োজনে অতিরিক্ত যাত্রী তোলা যাবে। রুট অনুযায়ী চলবে বাস। ছাদে যাত্রী বহন চলবে না। নিয়ম ভাঙলে মোটা অঙ্কের জরিমানার কবলে পড়তে হবে বাসমালিকদের। বাসের ছাদে ওঠার সিঁড়ি রাখা যাবে না। জেলা পরিবহণ আধিকারিক পুলকরঞ্জন মুনশি জানান, গাইডলাইনগুলি মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে।