স্বাস্থ্যসাথী কার্ডে নয়া নির্দেশিকা

স্বাস্থ্য ভবনের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, অসুখ জটিল না হলে স্বাস্থ্যসাথী কার্ডে সরকারি হাসপাতালে হার্নিয়ার অস্ত্রোপচার করাতে হবে।

Must read

প্রতিবেদন : রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী বিমা প্রকল্পের সুবিধাভোগীদের হার্নিয়া, হাইড্রোসিল, দাঁতের অস্ত্র পচারের মতো সাধারণ চিকিত্সা সরকারি হাসপাতালে করতে হবে। ব্যয়সংকোচ এবং সরকারি হাসপাতালের পরিকাঠামো যথাযথ ব্যবহার নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশিকা জারি করে এ কথা জানানো হয়েছে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, সরকারি হাসপাতালে যথেষ্ট পরিকাঠামো রয়েছে এই সমস্ত রোগগুলির অস্ত্রোপচারের জন্য। সেগুলির যথাযথ ব্যবহারের জন্য এই সিদ্ধান্ত।

আরও পড়ুন-দশভুজার হাতে অস্ত্র তুলে দেবে গুটিনাগুড়ি গ্রাম

স্বাস্থ্য ভবনের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, অসুখ জটিল না হলে স্বাস্থ্যসাথী কার্ডে সরকারি হাসপাতালে হার্নিয়ার অস্ত্রোপচার করাতে হবে। পাশাপাশি ক্যান্সার সার্জারি, দাঁতের যাবতীয় চিকিৎসার ক্ষেত্রেও সরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে চিকিৎসা করাতে হবে। বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনের তরফে জারি করা নির্দেশিকায় আরও জানানো হয়েছে, কেবলমাত্র অবস্ট্রাকটেড হার্নিয়া, ইনকারসেটেড হার্নিয়া, স্ট্রাঙ্গুলেটেড হার্নিয়ার ক্ষেত্রে এবং পথ দুর্ঘটনায় জখম ব্যক্তির প্রস্থেসিস, ম্যাক্সিওফেসিয়াল সার্জারি, মুখের ক্যান্সার সার্জারির ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো যাবে। মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের সব দফতরের খরচে রাশ‌টানার নির্দেশ দিয়েছিলেন। নয়া নির্দেশিকা এর সঙ্গে সঙ্গতি রেখেই।

Latest article