প্রতিবেদন : রেড রোডের দুর্গাপুজোর কার্নিভালকে ঘিরে সৃষ্টি হল নতুন ইতিহাস। মঞ্চে বিভিন্ন ক্ষেত্রের নক্ষত্রদের উপস্থিতিতে বর্ণময় হয়ে উঠল দুর্গাপুজোর বিসর্জন উপলক্ষে আয়োজিত কার্নিভাল। প্রতি বছরের মতো এবারেও মুখ্যমন্ত্রী স্বয়ং মধ্যমণি হয়ে বিরাজ করছিলেন রেড রোডে কার্নিভালের মঞ্চে। পাশাপাশি দেখা গেল বাংলার বিখ্যাত গুণিজনদের। ছিলেন বিদেশি পর্যটকেরা। রাজনীতির খ্যাতনামা মানুষরাও হাজির ছিলেন। ছিল মন্ত্রী, বিধায়ক থেকে সাংসদদের নজরকাড়া হাজিরা। ফলে সব মিলিয়ে উজ্জ্বল হয়ে ওঠে কার্নিভালের মূল মঞ্চ।
আরও পড়ুন-উত্তরবঙ্গে কার্নিভাল, অশান্তির চেষ্টা বিজেপির
সিনেমা জগতের নামী মুখ রাজ চক্রবর্তী, জুন মালিয়া, অরিন্দম শীল, মিমি চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অদিতি মুন্সিদের দেখা যায় সর্বক্ষণ হাজির থাকতে। ছিলেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবও। মুখ্যমন্ত্রীর আন্তরিক উদ্যোগ ও তৎপরতায় ফি বছরই আলাদা মাত্রা পায় রেড রোডে দুর্গাপুজোর বিসর্জন উপলক্ষে আয়োজিত কার্নিভাল। তাদের প্রতিমা ও ট্যাবলো-সহ হাজির থাকে কলকাতার নামী পুজো কমিটিগুলি। এবার তাতে আরও বেশি রঙ লাগে ইউনেস্কো বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দেওয়ায়। এবার সেই কারণে মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতায় শনিবারের মূল পুজো কার্নিভালের একদিন আগে শুক্রবার রাজ্যের জেলায় জেলায় মানুষের প্রবল উৎসাহ-উদ্দীপনা ও যোগদানের মধ্য দিয়ে আয়োজিত হয় পুজো কার্নিভাল।
আরও পড়ুন-পুজোয় রেকর্ড বই বিক্রি তৃণমূল নেতার
জেলার নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি পরিচায়ক অনুষ্ঠান পরিবেশনের পাশাপাশি সেইসব কার্নিভাল রঙদার হয়ে ওঠে প্রতিটি জেলার সেরা ও নামী পুজোগুলির নজরকাড়া প্রতিমার নজরকাড়া অংশগ্রহণে। শনিবার তারই বর্ধিত রূপ দেখল গোটা বাংলার মানুষ রেড রোডের এই মূল কার্নিভালে। কলকাতার সেরা পুজোর তকমাপ্রাপ্ত ৯৯টি পুজো কমিটিই হাজির ছিল শনিবারের এই পুজো কার্নিভালে। ধামসা-মাদলের বাদ্যি আর পুজোর অবশ্যম্ভাবী অনুষঙ্গ হিসাবে ধুনুচি নাচের আবহের সঙ্গে মিশে যায় মুখ্যমন্ত্রীর সহৃদয় উপস্থিতির অনুপ্রেরণা।