পুজোয় রেকর্ড বই বিক্রি তৃণমূল নেতার

স্টলটির উদ্বোধন করেন মন্ত্রী অরূপ রায়। পুজোয় দুদিনেই লাখ টাকার রেকর্ড বই বিক্রি হয়। দুদিনে সব বই শেষ। ১২ বছর ধরে বইয়ের স্টল দেওয়া হয়।

Must read

সংবাদদাতা, হাওড়া : পুজোর বইয়ের স্টল একসময় আধিপত্য ছিল বামেদের। হালে তৃণমূলের শারদ সাহিত্যের স্টলও নজরে পড়ছে। এ ক্ষেত্রে একেবারেই পিছিয়ে বিজেপি। সিপিএমের সেই একচেটিয়া বইবাজারে থাবা বসাল নবান্নের কাছে ওলাবিবিতলার তৃণমূলের বুক স্টল। উদ্যোক্তা ২৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বনাথ দাস।

আরও পড়ুন-আবির্ভাব দিবসে ভক্তদের ঢল

স্টলটির উদ্বোধন করেন মন্ত্রী অরূপ রায়। পুজোয় দুদিনেই লাখ টাকার রেকর্ড বই বিক্রি হয়। দুদিনে সব বই শেষ। ১২ বছর ধরে বইয়ের স্টল দেওয়া হয়। সেই স্টল যেন আস্ত একটা পুজো মণ্ডপ। এবার বই বিক্রি হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৯০০ টাকার। গত বছর করোনাকালেও লাখ টাকার কাছাকাছি বিক্রি হয়। বিশ্বনাথবাবু বলেন, ‘প্রথম যখন শুরু করি সিপিএমের বুক স্টলের একচেটিয়া বাজার। আস্তে আস্তে আমাদের সেল বাড়তে থাকল। আজ আমরা হাওড়ার বেস্ট। এখন ওরা নর্দমার ওপর স্টল করে ফ্যালফ্যাল করে দেখে।’

Latest article