পাহাড়ে আধুনিক হাসপাতাল

Must read

সরস্বতী দে, শিলিগুড়ি: উত্তরবঙ্গ সহ পাহাড়ের চিকিত্সা ব্যাবস্থাকে ঢেলে সাজাতে মুখ্যমন্ত্রীর বিশেষ উদ্যোগে জিটিএর মাধ্যমে পাহাড়ে সুপর স্পেশালিটি হাস্পাতালের জন্য প্রস্তুতি চলছে। পাহাড়কে যথেষ্ট গুরুত্ব দিয়ে সেখানকার স্বাস্থ্য ব্যাবস্থাকে চাঙ্গা করতে হাস্পাতাল তৈরীর কাজ চলছে।

আরও পড়ুন : বাইপাস-নিউটাউনকে জুড়তে শহরে ৭ কিলোমিটারের নয়া উড়ালপুল

রাজ্য সরকার ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে গোরুবাথান ও পেডং এ দুটি আই হসপিটালের শুভারম্ভ হলো শুক্রবার। সেখানে পাহাড়বাসীরা নিঃশুল্ক পরিসেবা পাবেন। চক্ষু পরীক্ষা থেকে শুরু করে অষুধ ও চশমা পাবেন নিখরচায়। স্বাস্থ্য দফতরের উত্তরবঙ্গ ওএসজি ডাক্তার সুশান্ত রায় জানিয়েছেন পাহাড়ের স্বাস্থ্য ব্যাবস্থাকে আরও উন্নত করার লক্ষ্যে কালিম্পোং এর তিস্তা ও রংগিত নদীর সংগম স্থল ত্রিবেনীতে গত বছর একটি ১৫০ বেডের নতুন হাস্পাতাল তৈরী করা হয়েছে।

এবছর সেখানে বেড সংখ্যা বাড়িয়ে ১৮০ টি করা হয়েছে। এবারে এই হাস্পাতাল সংলগ্ন জায়গায় নতুন ভবন তৈরী করে সুপর স্পেশালিটি হাস্পাতাল বানানো হবে। তিনি বলেন পাহাড়বাসীর স্বাস্থ্য সম্বন্ধিত যে কোনো সমস্যার সমাধানের জন্য শিলিগুড়িতে ছুটতে হয়, এ কথা মাথায় রেখে ত্রিবেনির হাস্পাতালকে সুপর স্পেশালিটি হাস্পাতালে পরিণত করার চেষ্টা চালানো হচ্ছে। জায়গা নিয়ে কিছু সমস্যা রয়েছে হাস্পাতাল সংলগ্ন জায়গায় নতুন পরিকাঠামো তৈরী করে বিশাল সুপর স্পেশালিটি হাস্পাতাল তৈরী হবে। এছাড়াও কালিম্পোং এ ১০০ বেডের একটি কোবিড হাস্পাতাল তৈরী করা হবে।

আরও পড়ুন : অনন্য চিকিৎসাবিজ্ঞানীকে ‘ঠগ’ তকমা দেয় বাম সরকার

এর জন্য জিটিএর ইঞ্জিনিয়ারদের চিঠি দেওয়া হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে টাকা অনুমোদিত হয়েছে। ইঞ্জিনিয়ারদের ড্রয়িং দেখে সে সম্পর্কে সিদ্ধান্ত নেবেন ডাক্তার রায়। কালিম্পংএ একটি আরটিপিসিআর লেবরোটরি তৈরী হয়েছে। এছাড়াও পাহাড়ে প্রচুর কাজ হয়েছে। তিনি জানান মুখ্যমন্ত্রীর নির্দেশে পহাড়ের স্বাস্থ্য ব্যাবস্থা উন্নত করতে বিশেষ নজর দেওয়া হচ্ছে। হাস্পাতালগুলিতে পরিকাঠামো উন্নত করা, ইন্টেন্সিভ কেয়র ইউনিট তৈরী করা, শিশুদের জন্য বিশেষ পরিকাঠামো তৈরী সহ বিভিন্ন কাজ হয়েছে। আরও হাস্পাতাল তৈরীর জন্য জিটিএর সাহায্যে সমিক্ষার কাজ চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে এবছরই নতুন হাস্পাতালে তৈরীর কাজ শুরু করে পাহাড়ের স্বাস্থ্য ব্যাবস্থাকে আরও চাঙ্গা করা হবে।

Latest article