নতুন উদ্যোগ বীরভূম জেলা পুলিশের, অপরাধ কমাবে ‘ই-নজর’

এক প্রদর্শনীর মাধ্যমে বলেন, জেলায় মোটরবাইক, ভেহিকল টহলদারির সময় তারা শহরের এটিএম, বাজার, কোনও সংবেদনশীল জায়গা যেখানেই যাক লগ ইন করে বের হবেন।

Must read

দেবর্ষি মজুমদার, সিউড়ি : লাইভ ট্র্যাকিং সিস্টেম অ্যাপসের মাধ্যমে ‘ই-নজর’ উদ্বোধন করল বীরভূম জেলা পুলিশ। সিউড়ি পুলিশ লাইনসের কনফারেন্স হলে জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী ‘ই-নজর’-এর সূচনা করে বলেন, ‘‘এই সিস্টেমের আওতায় থাকছে জেলার সমস্ত থানা, পুলিশ ফোর্স-সহ ৭৬০ পয়েন্ট। এই সফটঅয়্যারের কাজ বেশ কয়েকদিন ধরেই চলছিল। অন্যান্য কয়েকটি রাজ্যে লাইভ ট্র্যাকিং সিস্টেম থাকলেও, বীরভূম জেলায় এই সিস্টেম আপডেটেড। এর ফলে অপরাধ যেমন কমবে, তেমনই মানুষের কাছে পরিষেবা আরও দ্রুততর পৌঁছে দেওয়া যাবে।”

আরও পড়ুন-চাপমুক্ত বিরাট ভয়ঙ্কর হতে পারে: ম্যাক্সওয়েল

ত্রিপাঠী এক প্রদর্শনীর মাধ্যমে বলেন, জেলায় মোটরবাইক, ভেহিকল টহলদারির সময় তারা শহরের এটিএম, বাজার, কোনও সংবেদনশীল জায়গা যেখানেই যাক লগ ইন করে বের হবেন। তারপর যে পয়েন্টে যাবেন, বার কোড স্ক্যান করবেন। তারপর লগ আউট করে বেরিয়ে যাবেন। গোটা ব্যাপারটাই নজরদারি চালাবে কন্ট্রোল রুম। নজরে থাকবে থানা, এসডিপি, অ্যাডিশনাল এস পি থেকে এসপি পর্যন্ত। কোথাও ২০ মিনিটের বেশি দাঁড়ালে কন্ট্রোল রুমে বিপ যাবে। কোথাও কেউ বিপদে পড়লে, লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে কন্ট্রোল রুম নিকটবর্তী মোবাইল রাউন্ড ট্রিপকে বলতে পারবে, ঘটনাস্থলে তাড়াতাড়ি যাও। ই-নজর অ্যাপ ছাড়া সব মোবাইলে বার কোড স্ক্যান করা যাবে না। আরেকটি সুবিধা সবাই কোথায় গেল বা কোথায় গেল না, সেটা সহজেই বোঝা যাবে। সিউড়ি থানা এলাকায় ৭০ পয়েন্টে যারা পয়েন্টে ভিজিট করল কি না, কখন লগ ইন করল, কতক্ষণ থাকল, কখন লগ আউট করে বেরিয়ে গেল বোঝা যাবে।

Latest article