পেনশনভােগীদের স্বার্থে বিদ্যুৎ নিগমের নয়া উদ্যোগ

পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি লিমিটেড বা ডব্লুবিএসইডিসিএল তাঁদের অবসরপ্রাপ্ত পেনশনভোগী কর্মীদের সুবিধার্থে আনল নতুন পরিষেবা

Must read

প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি লিমিটেড বা ডব্লুবিএসইডিসিএল তাঁদের অবসরপ্রাপ্ত পেনশনভোগী কর্মীদের সুবিধার্থে আনল নতুন পরিষেবা। এবার থেকে তাঁরা জীবন প্রমাণ অ্যাপের মাধ্যমে ডিজিটালি লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন। এমনই উদ্যোগ নিল বিদ্যুৎ বণ্টন সংস্থা। বৃহস্পতিবার এই উদ্যোগের সূচনা করেন রাজ্যের বিদ্যুৎ দফতরের সচিব এবং ডব্লুবিএসইডিসিএল-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শান্তনু বসু। শান্তনু বসু বলেন, ডব্লুবিএসইডিসিএল-এর অবসরপ্রাপ্ত কর্মীদের লাইফ সার্টিফিকেট প্রদানের সরলীকরণের উদ্দেশ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন-বাঘের হাত থেকে বাঁচতে সুন্দরবনের গভীর জঙ্গলে শুরু হয় কালীপুজো

এর ফলে সংস্থার ২৮ হাজারের বেশি পেনশনভোগী ও তাঁদের পরিবার উপকৃত হবেন। তবে ডব্লুবিএসইডিসিএলই হল রাজ্য সরকারের অধীনস্থ প্রথম কোনও সংস্থা যারা এই পরিষেবা চালু করল। www.wbsedcl.in এর অধীনে Retired Employee’s Corner-এ এই সুযোগ সুবিধা মিলবে বলেই জানানো হয়েছে। সংস্থার এই উদ্যোগ খুশি অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা।

Latest article