সংবাদদাতা, পুরুলিয়া : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরুলিয়া সফরের পরই রঘুনাথপুর শিল্পতালুকে বিনিয়োগ সম্ভাবনা বাড়ছে। গত ১৬ ফেব্রুয়ারি পুরুলিয়ার হুটমুড়া ময়দানের জনসভা থেকে তিনি শিল্পায়নের বার্তা দেন। এর পরই একাধিক শিল্পগোষ্ঠী এই এলাকায় তাদের বিনিয়োগ ও সম্ভাব্য কর্মসংস্থানের কথা ঘোষণা করেছে। যা দেখে খুশি তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুন-গরমের প্রকোপ আরও বাড়বে
জানা গিয়েছে, শিল্পতালুকে একটি সুসংহত ইস্পাত শিল্পগোষ্ঠী তাদের তিনটি কারখানা সম্প্রসারণের জন্য নতুন করে ১০৯৪০ কোটি টাকা বরাদ্দ করেছে। সেজন্য তারা আরও জমি চেয়েছে সরকারের কাছে। জমি পেলে চলতি অর্থবর্ষে সম্প্রসারণের কাজ শেষ হয়ে যাবে। শিল্পতালুকের লছমনপুর মৌজায় বিখ্যাত অপর এক শিল্পগোষ্ঠী ৪৫৯২ কোটি টাকা বিনিয়োগ করছে। ওই কারখানাতেও আগামী অর্থবর্ষে উৎপাদন শুরু হওয়ার কথা। এছাড়া একটি বৃহৎ সিমেন্ট উৎপাদনকারী সংস্থাও এখানে ৪০০ কোটি টাকা বিনিয়োগ করছে। ফলে এই এলাকায় শিল্প অনুকূল বাতাবরণ তৈরি হয়ে গিয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, আরও কয়েকটি শিল্পগোষ্ঠী এখানে শিল্পস্থাপনে আগ্রহ প্রকাশ করেছে। রাজ্য সরকার শিল্পতালুকে পরিকাঠামো গড়ে দিয়েছে। রঘুনাথপুর ডানকুনি ফ্রেট করিডরের কাজও শুরু হচ্ছে।