প্রতিবেদন : শহর কলকাতায় আজ ১ এপ্রিল থেকে নতুন পার্কিং ফি চালু করতে চলেছে কলকাতা পুরসভা। এর ফলে আগামী কাল থেকে কলকাতায় গাড়ির পার্কিং ফি বাড়তে চলেছে। এতদিন দু চাকার গাড়ির ক্ষেত্রে ঘণ্টা-পিছু দিতে হত ৫ টাকা যা পয়লা এপ্রিল থেকে বেড়ে হবে ঘণ্টা-পিছু দশ টাকা। চার চাকার গাড়ির ক্ষেত্রে যেখানে ঘণ্টায় দশ টাকা নেওয়া হত। সেখানে বেড়ে হবে কুড়ি টাকা। একইভাবে বাস ও লরির জন্য ঘণ্টা-পিছু পার্কিং ফি ছিল কুড়ি টাকা। তা বেড়ে হবে ৪০ টাকা।
আরও পড়ুন-আজ থেকে রাজ্যে ফের দুয়ারে সরকার
এক্ষেত্র প্রথম দু’ঘণ্টায় পার্কিং ফ্রি বৃদ্ধির হার একই থাকলেও তিন ঘণ্টা ও ৫ ঘণ্টার ক্ষেত্রে পার্কিং ফি বাড়বে, আরও বেশি হারে, যা সব ধরনের গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য হবে। এ প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেন অনেকদিন পর শহরে এই পার্কিং ফি বাড়ানো হল। শহরে পার্কিং ফি নেওয়ার জন্য নতুন যে মেশিন ব্যবস্থা চালু করা হয়েছে তাতে পার্কিং ফি নেওয়ার কাজ সহজ ও স্বচ্ছ হবে বলে তিনি জানান। পার্কিং ফি নেওয়ার ক্ষেত্রে কোনও অনিয়ম দেখা দিলে পুরসভার সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের এ ব্যাপারে দায়বদ্ধ থাকতে হবে বলে তিনি মন্তব্য করেন।