দেবর্ষি মজুমদার, শান্তিনিকেতন : শতবর্ষাধিক প্রাচীন ঐতিহ্যবাহী পৌষমেলা যখন বন্ধের মুখে, তখন এগিয়ে এল বঙ্গসংস্কৃতি মঞ্চ। তারা পৌষমেলা করবে ডাকবাংলো মাঠের পিছনে। এই মঞ্চের পূর্ব-অভিজ্ঞতা আছে পৌষমেলা করার। গত বছরেও বিশ্বভারতী কর্তৃপক্ষ অনীহা প্রকাশ করায়, মেলা করতে এগিয়ে এসেছিল এই মঞ্চ। ২ ডিসেম্বর তারা জেলা পরিষদের কাছে মেলার আয়োজন করতে চেয়ে আবেদন জানায়। ১৩ ডিসেম্বর অনুমতি দেয় জেলা পরিষদ। জেলা পরিষদের সভাধিপতি তথা সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরি বলেন, উপাচার্যের অনিচ্ছার ফলেই বন্ধ হল ঐতিহ্যবাহী পৌষমেলা।
আরও পড়ুন : MGP-কে নিয়ে গোয়ায় জোট বার্তা মমতার
মানুষের আবেগ আছে এই মেলা ঘিরে। তাই এগিয়ে এসেছে বঙ্গসংস্কৃতি মঞ্চ বা বাংলা সংস্কৃতি মঞ্চ। এক প্রেস রিলিজের মাধ্যমে সংগঠনের সভাপতি সামিরুল ইসলাম বলেন, ‘বিশ্বভারতী এ বছরও পৌষমেলা করছে না। এই মেলায় লোকায়ত সংস্কৃতির বিভিন্ন ধারা উপস্থাপিত হয়। এর সঙ্গে বাংলার মানুষের ভাবাবেগ জড়িত। এই পরম্পরাকে ধরে রাখতে গত বছর ৭ পৌষ থেকে চারদিন বাংলা সংস্কৃতি মঞ্চ বোলপুর ডাকবাংলোর মাঠে পৌষ উৎসবের আয়োজন করি। হস্তশিল্পের পসরার পাশাপাশি বাউল, ফকিরি, কবিগান, কীর্তন ও অন্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ বছরেও ৭ পৌষ অর্থাৎ ২৩ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর বোলপুর ডাকবাংলোর মাঠে পৌষ উৎসব করতে চলেছি। এই মেলা নিয়ে স্থানীয় মানুষদের যে উৎসাহ ও উদ্দীপনা দেখছি তাতে মেলার আয়োজন সফল হবে। ছোট ও প্রান্তিক ব্যবসায়ীরাও আশায় বুক বাঁধছেন। বিভিন্ন জেলা থেকে মানুষ এসে মেলাকে আরও জমিয়ে তুলবেন বলে আশা করা যাচ্ছে।