পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি

Must read

অনন্ত গুছাইত, নয়াদিল্লি : দফায় দফায় আলোচনার পর চরণজিৎ সিং চান্নিকে পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস হাইকম্যান্ড। তিনি ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন। পাঞ্জাব কংগ্রেসের পর্যবেক্ষক হরিশ রাওয়াত রবিবার ট্যুইট করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। দলিত সম্প্রদায়ের মুখ চরণজিৎ এতদিন রাজ্যে কারিগরি দফতরের দায়িত্ব সামলাচ্ছিলেন। তিনিই হবেন রাজ্যের প্রথম দলিত মুখ্যমন্ত্রী। নিজের ট্যুইটে রাওয়াত বলেছেন, সর্বসম্মতিক্রমে চরণজিৎ সিং চান্নি পাঞ্জাবের কংগ্রেস পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: উত্তরাখণ্ড : ক্ষমতায় এলে ৬ মাসে এক লাখ চাকরি, প্রতিশ্রুতি দিলেন কেজরিওয়াল

গত কয়েকমাস ধরে প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ও প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং সিধুর দ্বন্দ্বে জেরবার হয় কংগ্রেস হাইকম্যান্ড। শেষপর্যন্ত শনিবার দলের চাপে অমরিন্দর ইস্তফা দেন। সেইসঙ্গে শর্ত দেন, কোনও অবস্থাতেই সিধুকে মুখ্যমন্ত্রী করা যাবে না। এরপর পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি সুনীল জাখরকে মুখ্যমন্ত্রীর পদে বসানোর চেষ্টা হলেও দলের অন্দরেই তীব্র বিরোধিতা শুরু হয়। অবস্থা এমনদিকে যায় যে, প্রবীণ কংগ্রেস নেত্রী ও রাজ্যসভার সাংসদ অম্বিকা সোনিকে মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব দেয় হাইকম্যান্ড। কিন্তু সোনি সঙ্গে সঙ্গে তা প্রত্যাখ্যান করেন। ফলে কংগ্রেস পরিষদীয় দলে পূর্ব নির্ধারিত বৈঠক স্থগিত হয়ে যায়। আরও কিছু নাম নিয়ে চর্চার পর অবশেষে দলিত নেতাকেই মুখ্যমন্ত্রী করছে কংগ্রেস।

Latest article