পানীয় জল ও রাস্তা নিয়ে অভিযোগ জানাতে নয়া পরিষেবা, চালু হল হোয়াটসঅ্যাপ নম্বর

Must read

সুষ্ঠু পরিষেবা দিতে রাজ্য সরকার হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছে। বুধবার বিধানসভা অধিবেশন চলাকালীন এই অভিনব উদ্যোগের কথা ঘোষণা করেন পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়৷ তিনি জানান, রাজ্যের যেকোনও প্রান্তে পূর্ত দফতরের কোনও রাস্তা কোথাও খারাপ থাকলে ৯০৮৮৮২২১১১ এই নম্বরে অভিযোগ করা যাবে৷ অন্যদিকে, জনস্বাস্থ্য কারিগরি দফতরেও হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে৷ পানীয় জল পাওয়ার ক্ষেত্রে কোনও অভিযোগ থাকলে ৮৯০২০২২২২২ এবং ৮৯০২০৬৬৬৬৬ নম্বরে সমস্যা জানাতে পারবেন সাধারণ মানুষ৷

আরও পড়ুন- কৃষি সমবায় সমিতির ভোটে বিনা লড়াইয়ে জিতল তৃণমূল

এদিন জলের প্রকল্পে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না বলেও অভিযোগ তোলেন পুলক রায়৷ ৭৫ লক্ষ বাড়িতে জল দিচ্ছে রাজ্য৷ কেন্দ্র ও রাজ্যের ৫০ শতাংশ হারে টাকা দেওয়ার কথা৷ কিন্তু কেন্দ্র তা দিচ্ছে না৷ তাই বাধ্য হয়ে রাজ্যকে এই প্রকল্পে ৭৫ শতাংশ অর্থ খরচ করতে হচ্ছে৷ মন্ত্রী জানিয়েছেন, রাজ্যের যেসব গ্রামীণ এলাকায় এখনও পরিস্রুত পানীয় জল পৌঁছয়নি, সেখানে পানীয় জলের পাইপ লাইন বসানোর কাজ চলছে। কোনও এলাকা যাতে বাদ না রয়ে যায়, এ ব্যাপারে নিশ্চিত হতেই বিধানসভায় বসানো হয়েছে ড্রপ বক্স। মন্ত্রী বলেন, বিধায়কদের সঙ্গে মানুষের জনসংযোগ অনেক বেশি। তাই বিধায়করা যাতে নিজেদের এলাকার পানীয় জল সমস্যার কথা জানাতে পারেন, সে কারণেই এই ড্রপ বক্স বসানোর উদ্যোগ। নিজেদের এলাকায় পানীয় জলের সংকট থাকলে বিধায়করা তাঁদের সমস্যার কথা লিখে এই ড্রপ বক্সে জমা দিতে পারবেন। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ড্রপ বক্সে অভিযোগ জানানো যাবে। মন্ত্রীর আশা, বিধায়করা এলাকার পানীয় জল সংকটের কথা জানালে দফতরের কর্মীরা সংশ্লিষ্ট এলাকায় পৌঁছে সমস্যা মেটাবেন।

Latest article