ইএম বাইপাসে রুবি ক্রসিংয়ে এবার এক স্কাইওয়াক (skywalk) তৈরি হচ্ছে। বৃত্তাকার হবে এই স্কাইওয়াক। বিশ্ববাংলা গেটের আদলে গড়ে তোলা হবে এই স্কাইওয়াক। কিন্তু উচ্চতা কম। এই বিশেষ প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ৫০ কোটি টাকা। রেস্তোরাঁ নয়। ফুট ওভারব্রিজ হিসাবে এটি তৈরী হবে। প্রায় ৭৫ মিটার ব্যাসার্ধের এই বৃত্তাকার রাস্তা সাধারণ মানুষের যাতায়াতে অনেকটাই সমস্যা কমাবে। তদারকি করতে চলেছে KMDA কর্তৃপক্ষ। এই স্কাইওয়াক থাকবে মাটি থেকে প্রায় ২০ ফুট উপরে, নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো লাইনের ভায়াডাক্টের নিচে।
আরও পড়ুন-সিকিম ভ্রমণে এবার বড় সিদ্ধান্ত, নির্দেশ জেনে যাত্রা করুন
স্কাইওয়াকে চারটি অ্যাক্সেস পয়েন্ট থাকবে। সিঁড়ি তো থাকবেই এছাড়া তিনটি লিফট এবং আটটি এসকেলেটর থাকবে। প্রতি কোণে থাকছে দু’টি করে। একটি দিয়ে উপরে এবং অন্যটি নিচে যাওয়া যাবে । ক্রসিংয়ের উত্তর দিকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনের সঙ্গে ওয়াকওয়ে যোগ করার পরিকল্পনা চলছে। রাস্তা পারাপারের সময়ে যানজট, দুর্ঘটনার সম্ভাবনা কমবে। পথচারীদের সুবিধার জন্য সব দিক থেকেই আসা-যাওয়ার সুবিধা রাখা হবে বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন-রাজ্যে চড়ছে তাপমাত্রার পারদ, কবে বৃষ্টি?
স্কাইওয়াকের পিয়ার তৈরি করতে পাইলিং করতে হবে। তবে তার আগে KMC-র বড় জলের পাইপলাইন স্থানান্তরিত করার কাজ করা বাকি আছে।