রাজ্যে চড়ছে তাপমাত্রার পারদ, কবে বৃষ্টি?

Must read

রাজ্যে (West Bengal- Weather) হু হু করে বাড়ছে তাপমাত্রার পারদ। রয়েছে অস্বস্তিকর গরম। গরম আরও বাড়বে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। আজ, বৃহস্পতিবার কলকাতায় পরিষ্কার আকাশ। নেই বৃষ্টির সম্ভাবনা। জলীয় বাষ্প থাকায় বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে (West Bengal- Weather)। তবে আগামী কয়েকদিন শুকনো গরম থাকবে। আগামী সপ্তাহেই ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াস বেশি।

আগামী ৯ এপ্রিল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় হালকা ঝড়বৃষ্টি হতে পারে। ঝড়ের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে। এরপর ১০ এপ্রিলও ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ চমকাতে পারে এই জেলাগুলিতে। তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম।

আরও পড়ুন- অপরিবর্তিত রেপো রেট, ঋণে গুনতে হবে না বেশি সুদ

আজ দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা ঝড়বৃষ্টি হতে পারে। এরপর আগামিকালও দার্জিলিং ও জলপাইগুড়িতে হালকা ঝড়বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এদিকে পরশু থেকে আগামী তিনদিন উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়াই পুরোপুরি শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Latest article