বাংলায় করোনার নতুন প্রজাতি, আক্রান্তের সংখ্যা বেড়ে ৩০

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এর সূত্রে খবর দেশে এখনও পর্যন্ত কোভিডের কেপি২ উপপ্রজাতিতে আক্রান্ত ২৭২ জন রোগী পাওয়া গিয়েছে।

Must read

ইতিমধ্যেই দেশের বেশ কয়েকটি রাজ্যে পাওয়া গিয়েছে করোনার (Corona) নতুন উপপ্রজাতি (Variant)। এবার নজরে বাংলা। খোঁজ মিলল করোনার নতুন উপপ্রজাতি কেপি.২ (KP 2) এর। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, বাংলায় করোনার নতুন প্রজাতিতে এখনো পর্যন্ত ৩০ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণ এড়াতে সতর্কতা অবলম্বনের পরামর্শ ইতিমধ্যেই দেওয়া হয়েছে।

আরও পড়ুন-‘৪ তারিখ পরিবর্তন হচ্ছেই কেউ আটকাতে পারবে না’ আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায়

জানা গিয়েছে, বাংলা থেকে গত চারমাসে বেশ কিছু নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়। সেই নমুনাগুলির মধ্যে থেকে ৩০ জনের শরীরে কোভিডের কেপি২ সাবভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে। ২০২০ সল্ থেকে পৃথিবী জুড়ে ভয়ানক এই অতিমারি পরিস্থিতি তৈরি হয়েছিল। সংক্রমণ কমলেও করোনা ভাইরাস যে সম্পূর্ণ যাবে না এমনটা বিশেষজ্ঞরা আগেই জানান। এবারে তার নতুন রূপ কেপি২। এই সাব-ভ্যারিয়েন্টে সব থেকে বেশি সংক্রমিত রোগী এই মুহূর্তে আমেরিকায়। ভারতেও এই সাব-ভ্যারিয়েন্টের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কোভিডের ওমিক্রন প্রজাতির উপপ্রজাতি এই কেপি২। দেশের একাধিক রাজ্যে এই উপপ্রজাতিতে রোগীরা আক্রান্ত। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এর সূত্রে খবর দেশে এখনও পর্যন্ত কোভিডের কেপি২ উপপ্রজাতিতে আক্রান্ত ২৭২ জন রোগী পাওয়া গিয়েছে।

Latest article