নারী স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার প্রতিশ্রুতি দিয়ে আফগানিস্তানে (Afghanistan) ক্ষমতা দখল করেছিল তালিবান (Taliban)। কিন্তু ক্ষমতা দখলের কিছুদিন পরই তারা একের পর এক ফতোয়া জারি করতে শুরু করে। বিশেষ করে নারীদের ঘরবন্দি করে রাখাই জঙ্গি (Taliban) শাসকদের লক্ষ্য। এবার এক নির্দেশে তালিবান সরকার গাড়ি চালানোর প্রশিক্ষকদের জানিয়েছে, নতুন করে মহিলাদের আর গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স দেওয়া যাবে না। বিশেষ করে যে সমস্ত মহিলা পেশাদারি কারণে গাড়ি চালানোর প্রশিক্ষণ নিতে চান তাঁদের যেন ড্রাইভিং লাইসেন্স দেওয়া না হয়। তবে এখন শহরে মেয়েদের গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা জারি হয়নি। আদিলা আদিল নামে এক মহিলা প্রশিক্ষক জানিয়েছেন, তালিবান শাসক চায় না মহিলারা গাড়ি চালাক। সে কারণেই এই নির্দেশ জারি করেছে।
আরও পড়ুন: রুশ দাবি, জেলেনস্কি ভিক্ষুক; যুদ্ধে জিতবে ইউক্রেন: বরিস