বিজয়নের বাড়িতে সিবিআই

Must read

প্রতিবেদন : কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নের (Pinarayi Vijayan)  সরকারি বাসভবন ক্লিফ হাউসে তল্লাশি চালাল সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্ত সংস্থার কয়েকজন আধিকারিক (CBI Officers) মুখ্যমন্ত্রীর (Kerala CM Pinarayi Vijayan) বাসভবনে দু’দফায় তল্লাশি চালান। যদিও মুখ্যমন্ত্রী বিজয়ন বর্তমানে চিকিৎসার জন্য আমেরিকার বিখ্যাত মায়ো ক্লিনিকে ভর্তি। একটি শ্লীলতাহানির ঘটনার সূত্রে সিবিআইয়ের এই হানাদারি। শ্লীলতাহানির ঘটনাটি ঘটে মুখ্যমন্ত্রী উমেন চাণ্ডির আমলে। চাণ্ডি মুখ্যমন্ত্রী থাকাকালীন এই আবাসনেই থাকতেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর রাজ্যজুড়ে শুরু হয়েছে তুমুল হইচই। এ ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি ওঠে। যদিও চাণ্ডি ইস্তফা দিতে অস্বীকার করেন। ওই নির্যাতিতা চাণ্ডির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। উমেন চাণ্ডি ছাড়াও ছিলেন কংগ্রেস সাংসদ ই বি ইডেন, এআইসিসির সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল, কংগ্রেস সাংসদ আদুর প্রকাশ ও এক কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন ওই তরুণী। নির্যাতিতা জানিয়েছেন, ২০১২ সালে বিধায়কদের আবাসনে তিনি ধর্ষিত হয়েছিলেন। তৎকালীন মুখ্যমন্ত্রী উমেন চাণ্ডির এক নিরাপত্তাকর্মী ওই মহিলাকে তাঁর সরকারি বাসভবনে তলব করেছিলেন। সরকারি বাসভবনে ঘটেছে যাবতীয় কুকীর্তি। অভিযোগ সামনে আসতে রাজ্য সরকার পুলিশকে তদন্তের নির্দেশ দেয়।

আরও পড়ুন: কেন্দ্রীয় মন্ত্রীর সভা, অসমে পর্নো-বিতর্ক

Latest article