কেন্দ্রীয় মন্ত্রীর সভা, অসমে পর্নো-বিতর্ক

Must read

প্রতিবেদন : অসমের তিনসুকিয়া জেলায় মিরানা হোটেলে ইন্ডিয়ান অয়েলের এক অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি (Minister Rameswar Teli), অসমের শ্রমমন্ত্রী সঞ্জয় কিসান-সহ ইন্ডিয়ান অয়েলের একাধিক পদস্থ কর্তা। শনিবারের ওই অনুষ্ঠানে ইন্ডিয়ান অয়েলের বিভিন্ন প্রকল্প তুলে ধরার জন্য একটি বড় পর্দার ব্যবস্থা করা হয়েছিল। ইন্ডিয়ান অয়েলের এক কর্তা মঞ্চে বক্তব্য রাখছিলেন। সে সময় হঠাৎই ওই পর্দায় চলতে শুরু করল পর্নোগ্রাফি। মঞ্চের পিছনে ওই পর্দা থাকায় বিষয়টি সকলেরই নজরে পড়ে। আয়োজকদের পক্ষ থেকে দ্রুত ওই ভিডিও বন্ধ করে দেওয়া হয়। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত অনেকেই নিজেদের মোবাইলে ঘটনাটি রেকর্ডিং করেন। বিজেপি শাসিত অসমে একটি সরকারি অনুষ্ঠানে কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে শোরগোল শুরু হয়েছে। বিজেপি বরাবরই সংস্কৃতির বড়াই করে। মঞ্চে দলের একজন কেন্দ্রীয় মন্ত্রী (Minister Rameswar Teli) বসে, তারপরেও কী করে এতবড় একটা মুখ পোড়ানো ঘটনা ঘটল তা নিয়ে সকলেই বিস্ময় প্রকাশ করেছেন। এ ঘটনায় তিনসুকিয়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, শনিবারের ওই অনুষ্ঠান সরাসরি অনলাইনে দেখানো হচ্ছিল। এই ঘটনার পিছনে কোনও অন্তর্ঘাত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। কেন্দ্রীয় মন্ত্রী নিজেও ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন। মন্ত্রী বলেছেন, তিনি নিজে ঘটনাটি দেখেননি। তবে তাঁর আপ্তসহায়ক বিষয়টি দেখে তাঁকে জানিয়েছেন। এ ঘটনার উপযুক্ত তদন্ত করে দোযীদের শাস্তি দিতে নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন: পরাগের চাকরি খাবেন মাস্ক!

Latest article