সংবাদদাতা, নলহাটি : নির্বাচনের প্রচারে বিদায়ী সাংসদকে কাছে পেয়ে আব্দার জানিয়ে প্রায় সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা পেয়ে গেলেন জরুরি পরিষেবা। এলাকার মানুষের দাবির পাশাপাশি অভিযোগও ছিল সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের বিরুদ্ধে। নলহাটি থানার কয়থা ১ ব্লকের কতিপুর গ্রামের বাসিন্দাদের দাবি, বেশ কয়েকবার সংশ্লিষ্ট দফতরে দেখা করেও মেলেনি সুরাহা। বৃহস্পতিবার গ্রামে ভোটপ্রচারে আসেন তৃণমূলের বিদায়ী সাংসদ শতাব্দী রায় (Shatabdi Roy)। তাঁকে পেয়ে গ্রামবাসীরা আব্দার জানান, প্রচণ্ড গরম। তার উপর ট্রান্সফর্মার খারাপ হয়ে আছে। এই কথা শুনেই বিভাগীয় দফতরে ফোন করেন শতাব্দী (Shatabdi Roy)। আর চার ঘণ্টার মধ্যেই পুরনো ট্রান্সফর্মার বদলে নতুন ট্রান্সফর্মার বসিয়ে দিল বিদ্যুৎ দফতর। চটজলদি বিদ্যুতের মতো জরুরি পরিষেবা পেতে কর্তব্যপরায়ণ বিদায়ী সাংসদের এই উদ্যোগে এলাকার মানুষ রীতিমতো খুশি। প্রসঙ্গত, বৃহস্পতিবার এই এলাকার প্রতি গ্রামে ৬ থেকে ৭টি সভা এবং নলহাটির কলিঠায় একটি রোড শো করেন শতাব্দী রায়।
আরও পড়ুন-টানা ৬০ দিন দুর্ভোগের আশঙ্কা যাত্রীদের, হাওড়া-শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল-এক্সপ্রেস!