টানা ৬০ দিন দুর্ভোগের আশঙ্কা যাত্রীদের, হাওড়া-শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল-এক্সপ্রেস!

Must read

অস্বস্তিকর গরম তার উপর দোসর রেল কর্তৃপক্ষের চূড়ান্ত খামখেয়ালিপনা। এই চরম গরমেও বিভিন্ন লাইনে রক্ষণাবেক্ষণ-সহ বিভিন্ন কাজের অজুহাতে শিয়ালদহ ও হাওড়া থেকে বাতিল করা হয়েছে প্রচুর লোকাল ও দূরপাল্লার ট্রেন (Train)। ঘুরপথে সফর করে দেরিতে গন্তব্যে পৌঁছবে বহু ট্রেন। সব মিলিয়ে এই অস্বস্তিকর গরমে রেল সফরেও চূড়ান্ত ভোগান্তি হবে যাত্রীদের। ১৫ এপ্রিল থেকে ২২ জুন পর্যন্ত হাওড়া-বর্ধমান কর্ড লাইন ও মেইন লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য প্রতিদিনই কমপক্ষে আড়াই ঘণ্টা ট্রাফিক ও পাওয়া ব্লক থাকবে। ফলে ব্যান্ডেল থেকে ঘুরপথে চলবে কুম্ভ এক্সপ্রেস, জনসাধারণ এক্সপ্রেস-সহ বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন। পাশাপাশি, নির্ধারিত রুটে চললেও দেড়-দু’ঘণ্টা দেরিতে চলবে গয়া-হাওড়া, মোকামা-হাওড়া এক্সপ্রেস প্রভৃতি ট্রেনগুলি (Train)। অন্যদিকে, ইতিমধ্যেই টানা ২০ দিন ধরে শিয়ালদহ ডিভিশনে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। ১৮ এপ্রিল থেকে ৭ মে প্ল্যাটফর্ম সম্প্রসারণ ও ওভারহেডের কাজের ছুঁতোয় প্রচুর লোকাল ট্রেন বাতিলের পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রাপথও পরিবর্তন করা হয়েছে।

আরও পড়ুন- বদলে যাচ্ছে উচ্চমাধ্যমিকে প্রশ্নের ধরণ, জারি বিজ্ঞপ্তি

Latest article