বিনোদন

নতুন দুই ধারাবাহিক

আগামী ২৫ সেপ্টেম্বর থেকে জি বাংলা এবং স্টার জলসায় সম্প্রচারিত হবে দুটো নতুন ধারাবাহিক। ‘মিলি’ এবং ‘জল থৈ থৈ ভালবাসা’ (Mili- Jol Thoi Thoi Bhalobasa)। দুটোরই সময় রাত নটা অর্থাৎ সেম স্লটেই টেলিকাস্ট হবে এমনটাই ঠিক হয়ে রয়েছে। ইতিমধ্যেই প্রোমো রিলিজ হয়েছে এই দুই ধারাবাহিকেরই। প্রোমো রিলিজের পর থেকেই দর্শকদের উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। ধারাবাহিক দুটোর গল্পও বেশ জমাটি। স্লট দখলের লড়াইয়ে শামিল ছিল ধারাবাহিক দুটি। অবশেষে জানা গেছে দুটোরই টেলিকাস্ট রাত ন’টা ফলে দর্শক টানার লড়াইটাও যে জোরদার হবে তা আর বলার অপেক্ষা রাখে না। কে এগিয়ে থাকবে সেটাই এখন দেখার অপেক্ষা।

মিলি
বিয়ের আগেই বউ চুরি। নাটকীয়ভাবে বিয়ের রাতে মণ্ডপ থেকে কিডন্যাপ নতুন কনে ‘মিলি’। আচমকা এক দুষ্কৃতী বিয়েবাড়িতে ঢুকেই গুলি ছুঁড়তে শুরু করে। ভয়ে আতঙ্কে বউকে ফেলে পালিয়ে যায় সবাই। পানপাতা সরিয়ে হবু কনে মিলি দেখে তার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে এক বন্দুকধারী। যাকে দেখা-মাত্র আতঙ্কে জ্ঞান হারায় সে। কে এই বন্দুকধারী? এমন ভয়ঙ্কর অপকর্ম করার উদ্দেশ্যই বা কী? জি বাংলার আসন্ন ধারাবাহিক ‘মিলি’র এই প্রোমোটি দেখে কৌতূহলী দর্শক। তাহলে কী হবে? কাহানিমে আভি ট্যুইস্ট বাকি হ্যায়। কিডন্যাপ করার পর মিলিকে সে বলে, রাহুলের সঙ্গে বিয়ে হলে সর্বনাশ হত। আর এটা মিলি একদিন ঠিক বুঝবে যে ওর কত বড় বিপদ সে দূর করল। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে সে মিলিকে মিষ্টিও খাওয়ায়। মিলি জানতে পারে তাকে কিডন্যাপ করে শুভদৃষ্টির স্বপ্ন ভেঙে দিয়েছে যে তার নাম সূর্য। কী রহস্য রয়েছে এর পিছনে? এ কোন সূর্য যে মিলির জীবনে ডেকে আনল কালো অন্ধকার! এমন এক জমজমাটি প্লট নিয়ে জি-এর নতুন ধারাবাহিক ‘মিলি’ (Mili- Jol Thoi Thoi Bhalobasa)।
একটু হটকে লাভ স্টোরি ‘মিলি’। যেখানে জুটি বাঁধছেন খেয়ালি মণ্ডল এবং অনুভব কাঞ্জিলাল। আলতাফড়িং-এর খেয়ালি মণ্ডল এবার মিলি হয়ে আসছে দর্শকদের সামনে। এই ধারাবাহিকে অভিনয় করে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিলেন খেয়ালি।
ওদিকে, ছোটপর্দায় এই প্রথমবার পা রাখছেন অভিনেতা অনুভব কাঞ্জিলাল। অনুভব মূলত এতদিন সিনেমাতেই কাজ করছিলেন। একের পর এক ভাল অভিনয় উপহার দিয়েছেন তিনি দর্শকদের। ‘আবার বসন্ত বিলাপ’ থেকে ‘অব্যক্ত’, ‘সহবাসে’, ‘দাফন’-সহ একগুচ্ছ ছবি রয়েছে অনুভবের ঝুলিতে। আর তাঁর ওয়েব সিরিজের ‘সম্পূর্ণা’৷ এই ওয়েব সিরিজটিতে তাঁর অভিনয় বহুলচর্চিত। এবার ‘মিলি’তে তিনি অভিনয় করতে চলেছেন নায়কের ভূমিকায়। এ ছাড়া এই ধারাবাহিকে অপর গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ‘মিঠাই’ ধারাবাহিক খ্যাত ধ্রুবজ্যোতি সরকার। কী হবে এরপর মিলির। লগ্নভ্রষ্টা মেয়ের কী পরিণতি জানতে হলে দেখতে হবে ক্রিস্টাল ড্রিমস প্রোডাকশন হাউজের এই নতুন ধারাবাহিক।

আরও পড়ুন- স্পেন থেকে দুবাই, মুখ্যমন্ত্রীর হাত ধরে বিনিয়োগ পরিবর্তনের বাংলায়

জল থৈ থৈ ভালবাসা
জীবন তো একটাই কী হবে বেশি সিরিয়াস হয়ে, বিন্দাস থাকাটাই বেঁচে থাকার মূল মন্ত্র। এমনটাই ভাবেন কোজাগরী বসু। তাই দুই সন্তানের মা হয়েও তিনি এক্কেবারেই সিরিয়াস নন। বয়সের তোয়াক্কা না করেই হেসেখেলে মজা করে জীবনটা কাটিয়ে দিতে চান। এই করতে গিয়ে বয়সকালে খুকি বদনামও জুটেছে কিন্তু তাতে কী!
২০২২-এ ‘লক্ষ্মী কাকিমা’র সুপারস্টার ইমেজ থেকে বেরিয়ে এবার ভিন্ন মেজাজে ধরা দেবেন অপরাজিতা স্টার জলসার নতুন ধারাবাহিক ‘জল থৈ থৈ ভালবাসা’-তে। ইতিমধ্যেই সামনে এসছে এর প্রোমো। প্রাণবন্ত মা আর মেয়ের সুন্দর একটা রসায়নের দেখা মিলল প্রোমোতে। মা কোজাগরী বসু নাচ-গান-সাঁতার সবেতেই সমান উৎসাহী। আবার মেয়ের সঙ্গে পাল্লা দিয়ে সেলফি বা লাইভ করতেও বেশ ইন্টারেস্ট রয়েছে তাঁর। এ-সবের জন্য অবশ্য বরের কাছে খোঁচাও শোনেন কিন্তু কুছ পরোয়া নেই। কোজাগরীর মেয়ে তোতা। মায়ের সঙ্গে বেশ জমাটি বন্ধুত্ব তাঁর।
আসলে বেঁচে থাকার গল্প বলবে ‘জল থৈ থৈ ভালবাসা’। কোজাগরীর স্বামীর চরিত্রে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা চন্দন সেন। আর তোতার চরিত্রে রয়েছেন অভিনেত্রী অনুষা বিশ্বনাথন। অনুষার দাদু এন বিশ্বনাথন। অশোক বিশ্বনাথন এবং মধুমন্তী মৈত্রের মেয়ে অনুষা। কাজেই বোঝাই যাচ্ছে অভিনয়ের আবহেই তাঁর বেড়ে ওঠা। এর আগে অনুষাকে দ্যাখা গেছে ‘মিথ্যে প্রেমের গান’, দুর্গা সহায়, ‘বরুণ বাবুর বন্ধুরা’, ‘ব্যোমকেশ’-সহ একাধিক ছবিতে।
লীনা গঙ্গোপাধ্যায় এই ধারাবাহিকের হাত ধরে বাংলা টেলিভিশনে নতুন সফর শুরু করছেন অনুষা। এ-ছাড়া এই ধারাবাহিকে রয়েছেন আলতাফড়িং-এর অর্ণব বন্দ্যোপাধ্যায়।
এই ধারাবাহিকে নিজের চরিত্রটি সম্পর্কে অপরাজিতা বলেন, ‘‘মহিলাদের জীবনে এমন একটা সময় আসে, যখন সে নিজের জীবনকে বেঁচে নিতে চাইলে তাঁকে শুনতে হয়, ‘তোমায় মানাবে না, ভাল লাগবে না’। খুব বেশি নিজের মতো থাকলে আবার শুনতে হয়, ‘খিটখিটে হয়ে যাচ্ছো’। আমার যে চরিত্রটা, তার বিয়ে হয়ে যায় খুব অল্প বয়সেই। স্বামী-সংসার সব দায়িত্বই পালন করেছে কোজাগরী। কিন্তু সেই সঙ্গে রয়েছে তাঁর রোজ নতুন করে বাঁচার, নিজেকে খুঁজে পাওয়ার একটা অসীম আগ্রহ। সে নাচ-গান সবই পারে। আর তার এই কাজে পাশে দাঁড়ায় একমাত্র মেয়েই। কীভাবে আমার চরিত্রটি পরিবারে থেকে, সবাইকে নিয়েও খুঁজে পাবে বাঁচার নতুন অর্থ… সেই নিয়েই এগিয়ে যাবে গল্প।”
অপরাজিতা তাঁর সাবলীল অভিনয়, সারল্য দিয়ে বরাবর মন কেড়েছে দর্শকদের এবারেও তাঁর ব্যতিক্রম ঘটবে না বলাই বাহুল্য।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

1 hour ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

4 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

5 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

5 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

5 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

5 hours ago