সংবাদদাতা, শিলিগুড়ি : রাজ্যের সচিবালয়ে আমলার সংখ্যা কম। এরফলে সরকারি প্রকল্পগুলি এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সুবিধাগুলিকে একেবারে তৃণমূলস্তরে পৌঁছে দিতে চান। তাই সচিব পর্যায়ের নিয়োগের কথা ভাবছে রাজ্য সরকার। এই সব কর্মী-অফিসার হবেন অবসরপ্রাপ্ত কর্মীরা। চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।
আরও পড়ুন : মালদহে বসছে প্রথম ওয়াটার এটিএম
বেসরকারি ক্ষেত্রের অভিজ্ঞদের এক্ষেত্রে নিয়োগের জন্য মুখ্যসচিবকে বিজ্ঞপ্তি জারির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির প্রশাসনিক বৈঠকে এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগামী নভেম্বরে মন্ত্রীসভার বৈঠকে বিষয়টি তিনি তুলবেন। এছাড়াও আরও আশা কর্মী নিয়োগ করে সমস্ত ব্লক হাসপাতালগুলিকে সুস্বাস্থ্য কেন্দ্রে উন্নীত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার শিলিগুড়িতে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে সুস্বাস্থ্য কেন্দ্রের বিষয়ে আলোচনাও করেন। সুস্বাস্থ্য কেন্দ্রের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘১৫ হাজার সুস্বাস্থ্য কেন্দ্র আমরা বাংলায় তৈরি করছি। সেখানে টেলি মেডিসিনও দেওয়ারও ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে পরিষেবা বৃদ্ধির জন্য নিযোগ করা হবে আরও ১৩ হাজার আশা কর্মী।’’