আন্তর্জাতিক

৫৭ দেশে ছড়িয়েছে ওমিক্রনের নতুন প্রজাতি, সতর্ক করল হু

প্রতিবেদন : করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন (Omicron) প্রথম থেকেই বিশেষজ্ঞদের উদ্বিগ্ন করেছিল। কারণ ওমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়ছিল ঝড়ের গতিতে। কিন্তু এবার ওমিক্রনের (Omicron) সাম্প্রতিকতম রূপটি বিজ্ঞানীদের নতুন করে চিন্তায় ফেলেছে। ওমিক্রনের নতুন রূপটির সংক্রমণ ক্ষমতা প্রথমটির থেকেও অনেক বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, বিশ্বের কমপক্ষে ৫৭টি দেশে ইতিমধ্যেই ওমিক্রনের নতুন প্রজাতিটি ছড়িয়ে পড়েছে।

মাত্র আড়াই মাস আগে দক্ষিণ আফ্রিকায় (South Africa) ওমিক্রনের প্রথম সন্ধান মিলেছিল। কিন্তু ওই নতুন ভ্যারিয়েন্ট ধরা পড়ার সঙ্গে সঙ্গেই ঝড়ের গতিতে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। ওমিক্রনের দাপটে কার্যত হারিয়ে গিয়েছে ডেল্টা। এরই মধ্যে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার বিশেষজ্ঞ ও গবেষকরা জানালেন, ওমিক্রনের দ্বিতীয় জেনারেশনের ভ্যারিয়েন্ট হিসেবে পরিচিত বিএ-২-এর সংক্রমণ ছড়ানোর ক্ষমতা প্রথমটির চেয়েও অনেক বেশি।

আরও পড়ুন-ইউক্রেনে যুদ্ধ চায় আমেরিকা, সরব ভ্লাদিমির পুতিন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) পক্ষ থেকেও এই বিষয়টি স্বীকার করে নেওয়া হয়েছে। পাশাপাশি হু জানিয়েছে, ইতিমধ্যেই কমপক্ষে ৫৭টি দেশে নতুন প্রজাতি বিএ-২ ছড়িয়ে পড়েছে। ক্রমশ আরও বহু দেশে এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়বে। বিজ্ঞানীরা জানিয়েছেন, কেউ যদি উপসর্গ-সহ ওমিক্রন আক্রান্ত হয়ে থাকেন তাহলেও যে তিনি বিএ-২-র হাত থেকে রক্ষা পাবেন তার কোনও নিশ্চয়তা নেই। কারণ ওমিক্রন আক্রান্ত হলে শরীরে অ্যান্টিবডির পরিমাণ কমে যায়। স্বাভাবিকভাবেই ওমিক্রন আক্রান্ত হওয়ার পরও যে কোনও ব্যক্তি নতুন প্রজাতি বিএ-২ ভাইরাসে আক্রান্ত হতে পারেন।

ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একদল গবেষক তাঁদের পরীক্ষায় দেখেছেন, বিএ-২ ওমিক্রনের প্রাথমিক রূপটির চেয়েও অনেক বেশি সংক্রামক। হু জানিয়েছে, এখনও পর্যন্ত সংক্রমণ ক্ষমতার তীব্রতা ছাড়া বিএ-২ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। বিএ-২ কতটা প্রাণঘাতী সে বিষয়ে এখনও গবেষক ও বিজ্ঞানীরা নিশ্চিত ভাবে কিছু বলতে পারেননি। সিদ্ধান্তে আসতে সময় লাগবে। তবে এই সমস্ত ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে করোনাজনিত বিধিনিষেধ মেনে চলাই একমাত্র উপায়।

Jago Bangla

Recent Posts

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

14 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

18 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

27 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

32 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

41 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

1 hour ago