ইউক্রেনে যুদ্ধ চায় আমেরিকা, সরব ভ্লাদিমির পুতিন

Must read

প্রতিবেদন : আমেরিকার (America) বিরুদ্ধে ইউক্রেন (Ukraine) নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন রাশিয়ার প্রেসিডেন্ট (President Of Russia) ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। বুধবার পুতিন বলেন, ইউক্রেনে (Ukraine) যুদ্ধ বাধানোর চক্রান্ত করছে আমেরিকা (America)। নিজের বক্তব্যের সাপেক্ষে মার্কিন বিদেশসচিব অ্যান্টনি ব্লিনকেনের একটি ট্যুইটকে সামনে এনেছেন পুতিন। ওই ট্যুইটে ব্লিনকেন বলেছেন, আমেরিকা ইউক্রেনের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর।

সম্প্রতি ইউক্রেনকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতি অশান্ত হয়েছে। রাশিয়া যেমন ইউক্রেনের বিরোধিতা করছে, তেমনই আমেরিকা সর্বশক্তি নিয়ে ইউক্রেনের পাশে এসে দাঁড়িয়েছে। স্বাভাবিকভাবেই বিশ্বের শক্তিশালী দুই দেশের মধ্যে শুরু হয়েছে ঠান্ডা লড়াই। আমেরিকা হুমকি দিয়েছে, রাশিয়া যদি ইউক্রেন দখলের চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

আরও পড়ুন-হ্যাকিং রুখতে নতুন প্রযুক্তির পথে ইসরো

তবে আমেরিকার এই হুমকিতে আদৌ বিচলিত নয় রাশিয়া। ইউক্রেন সীমান্তে প্রতিদিনই বাড়ছে রাশিয়ার সেনা। মোতায়েন করা হয়েছে ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী বিমান। গত সপ্তাহে রাষ্ট্রসংঘে ইউক্রেন নিয়ে আলোচনায় আমেরিকা ও রাশিয়ার প্রতিনিধিরা তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন। সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, সম্প্রতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের সঙ্গে টেলিফোনে ইউক্রেন নিয়ে কথা হয় পুতিনের। পুতিন স্পষ্ট করে ভিক্টরকে জানিয়েছেন, ইউক্রেন নিয়ে আমেরিকা বাড়াবাড়ি করছে। তিনি বিষয়টি আদৌ ভাল চোখে দেখছেন না।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অভিযোগ, সেদেশের পূর্বপ্রান্তে শান্তি স্থাপনের যে প্রতিশ্রুতি ইউক্রেন সরকার দিয়েছিল সেটা তারা পূরণ করেনি। সেখানে ১৪ হাজার নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। পাশাপাশি ইউক্রেন লাগাতার রুশ বিরোধী শক্তিকে মদত দিয়ে চলেছে। যদিও ইউক্রেন রাশিয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছে। সে দেশের প্রেসিডেন্ট ভলডোমির জেলেনস্কি স্পষ্ট বলেছেন, রাশিয়া যদি তাঁদের দেশ দখলের চেষ্টা করে তবে যুদ্ধ অবশ্যম্ভাবী। সেক্ষেত্রে যুদ্ধ শুধু ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, যুদ্ধ কার্যত গোটা ইউরোপে ছড়িয়ে পড়বে।

Latest article