হোটেলেই বর্ষবরণ উৎসব টিম ইন্ডিয়ার

সদ্য সেঞ্চুরিয়নে ঐতিহাসিক টেস্ট জয়। সেই জয়ের রেশ পুরোপুরি কাটার আগেই বর্ষবরণ অনুষ্ঠান। ফলে শনিবার রাতটা উৎসবের আবহেই কাটল টিম ইন্ডিয়ার

Must read

সেঞ্চুরিয়ন, ১ জানুয়ারি : সদ্য সেঞ্চুরিয়নে ঐতিহাসিক টেস্ট জয়। সেই জয়ের রেশ পুরোপুরি কাটার আগেই বর্ষবরণ অনুষ্ঠান। ফলে শনিবার রাতটা উৎসবের আবহেই কাটল টিম ইন্ডিয়ার। দেশ থেকে বেশ কয়েক হাজার কিলোমিটার দূরে টিম হোটেলেই নতুন বছরকে স্বাগত জানালেন বিরাট কোহলিরা। কেক কাটা থেকে গ্রুপ ছবি তোলা—সবই হল। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে উৎসবে মাতলেন ভারতীয় ক্রিকেটের ‘ফার্স্ট লেডি’ অনুষ্কা শর্মাও।

আরও পড়ুন-বজবজের বাজিমাত, আগুন ঝরল এমপি কাপের গ্র্যান্ড ফিনালেতে

শুক্রবার ভারতীয় সময় গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বিরাট, রবিচন্দ্রন অশ্বিন-সহ বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার এই বর্ষবরণ অনুষ্ঠানের বিভিন্ন ছবি পোস্ট করেছেন। সেই ছবিই বলে দিচ্ছে, এই মুহূর্তে বিরাটরা কতটা খোশমেজাজে রয়েছেন। শুধু ক্রিকেটাররাই নন, এই অনুষ্ঠানে দারুণ মেজাজে দেখা গিয়েছে কোচ রাহুল দ্রাবিড় সমেত বাকি সাপোর্টিং স্টাফদেরও।

আরও পড়ুন-টি-২০ বিশ্বকাপে ব্যর্থতা নিয়ে শাস্ত্রীর বোমা

তবে এমন সময়েও ভারতীয় শিবিরের জন্য খারাপ খবর, সেঞ্চুরিয়ন টেস্টে মন্থর বোলিংয়ের জন্য জরিমানার পাশাপাশি আইসিসি টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপে ১ পয়েন্ট কাটা গিয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী, প্রতিবার মন্থর বোলিংয়ের দোষী দলের এক পয়েন্ট করে কেটে নেওয়া হয়। সেই নিয়মে বিরাট বাহিনীর এক পয়েন্ট কেটে নেওয়া হল। প্রসঙ্গত, এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকার
চার নম্বরে রয়েছে ভারত।

Latest article