প্রতিবেদন: আজ রবিবার বাংলার নববর্ষ। আর নববর্ষ উপলক্ষে আগামীকাল সোমবার যাতে মিড ডে মিলে সবার পাতে নতুন কিছু পড়ে সেই নির্দেশই দিল স্কুল শিক্ষা দফতর। ইতিমধ্যেই জেলার সব স্কুলের প্রধান শিক্ষকের এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। সোমবার সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের আকর্ষণীয় মেনু করার কথা দিয়ে রাজ্য সরকার ওই নির্দেশিকায় জানিয়েছে, রাজ্যের সমস্ত স্কুলে মিড ডে মিলে পড়ুয়াদের স্পেশাল মেনু রান্না করে খাওয়াতে হবে। তবে জেলা অনুযায়ী মেনু বদলাতে পারে। স্থানীয় খাবারের দিকে অগ্রাধিকার দেওয়া যাবে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন-ভোটের মুখে বিজেপি-বাম শিবির ছেড়ে যোগ তৃণমূলে
জানা গিয়েছে, কলকাতার স্কুলগুলিতে মেনুতে থাকবে ফ্রাইড রাইস, ডিমের কারি, আলুর দম। শেষ পাতে রসগোল্লা। তবে জেলার স্কুলগুলোতে কোথাও কোথাও ডিমের কারির জায়গায় মুরগির মাংস রান্না করার কথা বলেছেন ডিআই। স্কুলগুলির মিড ডে মিল-এ এই ‘স্পেশাল মেনু’ করার জন্য অতিরিক্ত যে খরচ হবে তা ‘মিসলেনিয়াস ম্যানেজমেন্ট ইভোলিউশন কস্ট’-এ তাদের দিয়ে দেওয়া হবে। কলকাতা প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান কার্তিক মান্না বলেন, নববর্ষে সকলেই নতুন জামা কাপড় পরে ভাল-মন্দ খেয়ে থাকে। আমরা সারা বছর বাচ্চাদের মিড ডে মিলের পরিষেবা দিয়ে থাকি। তারাও বছরের প্রথম দিন নতুন কিছু আশা করে থাকে। স্কুলের পড়ুয়ারা আনন্দ করে খাওয়াদাওয়ার মাধ্যমে এই নতুন বছর উপভোগ করে তাই এই ‘স্পেশাল মেনু’-র আয়োজন। কলকাতা জেলায় মিড ডে মিলের অন্তর্গত স্কুল রয়েছে ১,৯৬১। পড়ুয়া তিন লক্ষেরও বেশি। সারা রাজ্যে এই সংখ্যা এক কোটিরও বেশি।